রােগ সৃষ্টি ও রােগ প্রতিরোধে ভাইরাসের ভূমিকা | ভাইরাস কিভাবে রোগ সৃষ্টি করে | ভাইরাসের উপকারিতা


রােগ সৃষ্টি ও রােগ প্রতিরোধে ভাইরাসের ভূমিকা | ভাইরাস কিভাবে রোগ সৃষ্টি করে | ভাইরাসের উপকারিতা



রােগ সৃষ্টি ও রােগ প্রতিরোধে ভাইরাসের ভূমিকা




 ভাইরাস একটি প্লোটোপ্লাজমবিহীন , অকোষীয় , অতিআণুবীক্ষণিক অণুজীব । এটি উদ্ভিদ , প্রাণী ও মানবকুলের অনেক রােগ সৃষ্টি করে থাকে । যেমন- ভাইরাস মানুষের বসন্ত , হাম , পােলিও , জলাতঙ্ক , ইনফ্লুয়েঞ্জা , হার্পিস , ডেঙ্গু , ভাইরাল হেপাটাইসিস ইত্যাদি রােগ সৃষ্টি করে । গরুর বসন্ত , গরু , ছাগল , শূকর , মহিষ ইত্যাদি প্রাণীর ‘ ফুট এন্ড মাউথ ’ রােগ , কুকুর ও বিড়ালের জলাতঙ্ক ইত্যাদি রােগ ভাইরাস দিয়েই হয় । বিভিন্ন উদ্ভিদের মােজাইক রােগ , লিফরােল , বুসিস্ট্যান্ট , ধানের টুংগ্রো ইত্যাদি প্রায় ৩০০ রােগ ভাইরাস দ্বারা ঘটে থাকে । এছাড়াও বহুল আলােচিত এইডস রােগের কারণ হিসেবে বিজ্ঞানিগণ ভাইরাসকেই দায়ী করেছেন । অর্থাৎ ভাইরাস বিভিন্ন ধরনের রােগ সৃষ্টির কারণ । কিন্তু ভাইরাস শুধু রােগ সৃষ্টিই করেনা বিভিন্ন রােগ প্রতিরােধেও ভূমিকা পালন করে । যেমন- বসন্ত , পােলিও , প্লেগ , টাইফয়েড এবং জলাতঙ্ক রােগের প্রতিষেধক টিকা ভাইরাস দিয়েই তৈরি করা হয় । ভাইরাস হতে জন্ডিস রােগের টিকা তৈরি করা হয় । ফায ভাইরাস ব্যাকটেরিয়াজনিত আমাশয় রােগের হাত থেকে মানুষকে রক্ষা করে । কলেরা , টাইফয়েড , রক্ত আমাশয় , প্লেগ ইত্যাদি ব্যাকটেরিয়াজনিত রােগে কয়েকটি ফায ভাইরাস ওষুধ হিসেবে ব্যবহৃত হয় । অতএব বলা যায় যে , ভাইরাস শুধু রােগ সৃষ্টিই করে না , বিভিন্ন ধরনের রােগ প্রতিরােধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ।

টাগ:রােগ সৃষ্টি ও রােগ প্রতিরোধে ভাইরাসের ভূমিকা, ভাইরাস কিভাবে রোগ সৃষ্টি করে, ভাইরাসের উপকারিতা