আয়রন ডোম | আয়রন ডোম কি/কী | আয়রন ডোম কিভাবে কাজ করে | ইসরাইলেরর আয়রন ডোম | ইসরায়েলের আয়রন ডোম কি রকেট ধ্বংস করতে সক্ষম | আয়রন ডোম কিভাবে রকেট ধ্বংস করে

Safwan Alam
0

 


আয়রন ডোম | আয়রন ডোম কি/কী | আয়রন ডোম কিভাবে কাজ করে | ইসরাইলেরর  আয়রন ডোম |  ইসরায়েলের আয়রন ডোম কি রকেট ধ্বংস করতে সক্ষম |  আয়রন ডোম কিভাবে রকেট ধ্বংস করে

ইসরায়েলের আয়রন ডোম


ছবির ডানে হামাসের নিক্ষিপ্ত রকেটগুলোকে ইন্টারসেপ্ট করে ধ্বংস করার জন্য  বায়ে ইসরায়েলের আয়রন ডোমের মিসাইল সমুহের লাইভ একশানের ছবি, যা গত পরশু ধারণ করেছে এএফপি এর একজন ফটোগ্রাফার। ছবিটা ডিফেন্স ইঞ্জিনিয়ারিং এর ওয়ান অফ দ্যা ফাইনেস্ট প্রডাক্টের এর লাইভ একশান ছবি। 

.  

.  

কিভাবে কাজ করে তা ২-১ কথাই বলছিঃ 

.  

.  

ডানে হামাসের রকেটগুলোকে নির্দিষ্ট এঙ্গেলে নির্দিষ্ট ভেলোসিটিতে ছুড়ে দেয়া হয়েছে। একবার ছুড়ে দেয়ার পর তাদের গতিপথ পরিবর্তন করার তেমন কোন মেকানিজম অর্থাৎ ট্র্যাকিং আর গাইডেন্স সিস্টেম নাই। রকেটগুলোকে যেই এঙ্গেলে ছুড়ে দেয়া হয়েছে  তারা সেই এঙ্গেলে গতি পথ অতিক্রম করে এসে মাটিতে আঘাত করে। এঙ্গেল নির্ধারণ সেই সাথে ভেলোসিটি ঠিক করে দেয় মোটামুটি কতদুরে যেয়ে পড়বে। বাতাসের জন্য, বা লঞ্চিং ম্যাকানিজমের সামান্য এদিকসেদিক রকেটের গতিপথের  এঙ্গেলের সামান্য তারতম্য হয়ে গেলে, রকেট তার লক্ষ্যবস্তু থেকে অনেক দুরে গিয়ে পড়তে পারে। এগুলকে আমরা বলি  ডাম্ব রকেট।  

 . 

 . 

অপরদিকে বায়ে দেখা যাচ্ছে আয়রন ডোম হামাসের রকেটের গতিবিধি দেখে এক্টিভেটেড হওয়ার পর, গাউডেন্স সিস্টেম দিয়ে পরিচালিত হয়ে রকেট অভিমুখে যাত্রা শুরু করেছে। যাত্রা পথে গেইডেন্স সিস্টেম কারেকশান সিগন্যাল দিয়ে তার গতিপথে কারেকশান এনে ফের এঙ্গেল চেইঞ্জ করে ছুটেছে। এই কারেকশান ফ্যাকটর ক্যাল্কুলেশান করা যত সহজ মনে হয় তত সহজ নয়।  কিন্তু যেহেতু হামাসের রকেট মোটামুটি এঙ্গেল-ভেলোসিটির উপর ভর করে চলে আর মাঝপথে তার এঙ্গেল পরিবর্তনের কোন সম্ভাবনা নাই, তাকে আয়রোণ ডোমের গাইডেন্স সিস্টেম  ট্র্যাক করে  মিড এয়ারে ধ্বংস করে দিতে সক্ষম হয়।  

.  

.  

ক্যালকুলেশান করে ফাইনাল টার্গেট হিটিং গতিপথ বের করা মারাত্মক জটিল। এর জন্য যেই পরিমান ট্র্যাকিং ম্যাকানিজম দরকার হয় তা অত্যন্ত ব্যায়বহুল। ট্র্যাকিং ম্যাকানিজম দিনের আলোয় আর রাতের অন্ধকারে দুই ধরনের এপারাটাস দিয়ে রকেট বা মিসাইল ইনকামিং সিগন্যাল লোকেট করে স্থির করে, তারপর তাকে ট্র্যাক করে, এরপর টার্গেটেড রকেট বা মিসাইল বিধ্বংসী মিসাইল ছুড়ে দেয় ।  এরপর আয়রন ডোমের মিসাইল যখন  উড়ন্ত অবস্থায় থাকে তখন তার ফাইনাল গতিপথ চেইঞ্জ করার সিগন্যাল গাইডেন্স সিস্টেম থেকে পেয়ে গতিপথে কারেকশান এনে  অব্যর্থ লক্ষ্যে পৌছায়।  সেই জন্য আমরা দেখি আয়রন ডোমের মিসাইলের আকাবাকা পথ।

.  

.  

আর যেসব ইঞ্জিনিয়ার এসব ক্যাল্কুলেশান সফলভাবে করতে পারে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে তাদের ডিমান্ড অনেক থাকে।

Tag: আয়রন ডোম, আয়রন ডোম কি/কী, আয়রন ডোম কিভাবে কাজ করে, ইসরাইলেরর  আয়রন ডোম, ইসরায়েলের আয়রন ডোম কি রকেট ধ্বংস করতে সক্ষম, আয়রন ডোম কিভাবে রকেট ধ্বংস করে

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)