পরিচক্র কি/কী | শৈবালের দেহকে থ্যালয়েড বলা হয় কেন

Safwan Alam
0

 
পরিচক্র কি/কী | শৈবালের দেহকে থ্যালয়েড বলা হয় কেন

পরিচক্র কি/কী


Agaricus একক বা দলবদ্ধভাবে বাস করে । ফাঁকা মাঠে সবুজ ঘাসের বনে Agaricus- এর কোনাে কোন প্রজাতি দলবদ্ধভাবে একটি বৃত্তের আকারে অবস্থান করে । এ ধরনের বৃত্তকে Fairy ring  বা পরিচক্র বা পরিবলয় বলে । 

শৈবালের দেহকে থ্যালয়েড বলা হয় কেন



যেসব উদ্ভিদের দেহ মূল , কাণ্ড ও পাতায় বিভেদিত নয় সেসব উদ্ভিদকে থ্যালয়েড বলে । শৈবাল সমাঙ্গদেহী অর্থাৎ এদের দেহ মূল , কাণ্ড ও পাতায় বিভেদিত নয় । এ জন্য শৈবালের দেহকে থ্যালয়েড বলা হয় ।   ছত্রাকের মাটির উপরের অংশটিকে ফুটবডি বলে । ফুটবডির উপরের দিকে ছাতার ন্যায় অংশকে বলা হয় পাইলিয়াস । পাইলিয়াসের নিচে পর্দার ন্যায় ঝুলন্ত অংশকে বলা হয় গিল । গিলে অসংখ্য গদাকৃতির  ব্যাসিডিয়া উৎপন্ন হয় , যার শীর্ষে আঙ্গুলের ন্যায় চারটি স্টেরিগমাটা থাকে । স্টেরিগমাটার মাথায় উৎপন্ন হয় বেসিডিওস্পাের । এই বেসিডিওম্পাের ছত্রাকটির অযৌন জননের একক । অনুকূল পরিবেশে স্পােরগুলাে অঙ্কুরিত হয়ে নতুন Agaricus- এর জন্ম দেয় । এভাবে বেসিডিওস্পােরের মাধ্যমে ছত্রাকটি তার অযৌন জনন সম্পন্ন করে । যেহেতু বেসিডিওম্পাের ছত্রাকটির ছাতার ন্যায় অংশ পাইলিয়াসের নিচে গিলের বেসিডিয়ামে তৈরি হয়ে থাকে , সেহেতু বলা যায় নমুনা B- এর ছাতার ন্যায় অংশটি বা দেহটি তার জনন তথা অযৌন জননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

Tag:পরিচক্র কি/কী, শৈবালের দেহকে থ্যালয়েড বলা হয় কেন

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)