ব্যাকটেরিয়া কিভাবে বংশবৃদ্ধি করে | ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির প্রক্রিয়া

Safwan Alam
0

 

ব্যাকটেরিয়া কিভাবে বংশবৃদ্ধি করে | ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির প্রক্রিয়া

ব্যাকটেরিয়া কিভাবে বংশবৃদ্ধি করে

ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির পদ্ধতিসমূহ উল্লেখ করা হলাে ব্যাকটেরিয়া একটি অতি পরিচিত এককোষী আণুবীক্ষণিক জীব । এর বংশবৃদ্ধি অতি দ্রুতসম্পন্ন হয় । ব্যাকটেরিয়াতে সাধারণত তিন ধরনের জনন প্রক্রিয়া পরিলক্ষিত হয় । যথা- ১. অঙ্গজ জনন , ২. অযৌন জনন ও ৩. যৌন জনন । ব্যাকটেরিয়া দ্বি - বিভাজন , খণ্ডায়ন , বাডিং বা মুকুলােদগম , শাখা উৎপাদন ইত্যাদি উপায়ে ব্যাকটেরিয়াতে অঙ্গজ প্রজনন ঘটে । এদের মধ্যে দ্বি বিভাজন হলাে ব্যাকটেরিয়ার সবচেয়ে দ্রুততম ও সরল পদ্ধতি । আবার গ্যামেট উৎপাদন ও এদের ছাড়াই ব্যাকটেরিয়ার যে জনন ঘটে তার নাম হলাে অযৌন জনন পদ্ধতি । প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়ার অযৌন জনন ঘটে থাকে । ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে অযৌন জনন সম্পন্ন করে থাকে । এর মধ্যে বিভিন্ন স্পাের অন্যতম । এদের স্পােরগুলাের মধ্যে কনিডিয়া , জুওম্পাের , এন্ডােস্পাের , গনিডিয়া , মাইক্রোসিস্ট ইত্যাদি উল্লেখযােগ্য । অন্যদিকে ব্যাকটেরিয়ার আদর্শ কোনাে যৌন জনন নেই । ১৯৪৬ সালে  খ্রিস্টাব্দের দিকে জানা যায় যে , ব্যাকটেরিয়া এক ধরনের আদি প্রকৃতির যৌন জননে অংশ নেয় । এক্ষেত্রে কোনাে গ্যামেটের সৃষ্টি হয় না । দুটি ব্যাকটেরিয়ার মধ্যে শুধু জিনগত পদার্থের বিনিময় ঘটে যাকে । বলা হয় জিনগত পুনর্বিন্যাস বা জেনেটিক রিকম্বিনেশন । সুতরাং উপরিল্লিখিত উপায়ে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটে ।

টাগ:ব্যাকটেরিয়া কিভাবে বংশবৃদ্ধি করে, ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির প্রক্রিয়া 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)