সেকেন্ডারী ভাজক টিস্যুর উদাহরণ | মেসার্ক কি | রিব ভাজক টিস্যু কাকে বলে
সেকেন্ডারী ভাজক টিস্যুর উদাহরণ
উত্তর : সেকেন্ডারী ভাজক টিস্যর একটি উদাহরণ হলাে কর্ক ক্যাম্বিয়াম ।
মেসার্ক কি
উত্তর : উদ্ভিদের অন্তর্গঠনে প্রােটোজাইলেম ও মেটাজাইলেম উভয়ই কেন্দ্রে ও পরিধির দিকে অবস্থান করাই হলাে মেসার্ক।
রিব ভাজক টিস্যু কাকে বলে
উত্তর : যে ভাজক টিস্যুর কোষগুলাে একটি তলে বিভাজিত হয় , ফলে কোষগুলাে রৈখিক সজ্জাক্রমে একসারিতে অবস্থান করে এবং দেখতে বুকের পাজরের ন্যায় দেখায় , তাকে রিব ভাজক টিস্যু বলে।
Tag:সেকেন্ডারী ভাজক টিস্যুর উদাহরণ, মেসার্ক কি, রিব ভাজক টিস্যু কাকে বলে