কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা | ব্যাকটেরিয়া কিভাবে কৃষিকাজে ভূমিকা রাখে

Safwan Alam
0

 
কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা | ব্যাকটেরিয়া কিভাবে কৃষিকাজে ভূমিকা রাখে

কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা  


 কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করা হলাে ১. মাটির উর্বরতা বৃদ্ধিতে : মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার অবদান অনেক । মাটির জৈব পদার্থ সয়ে ব্যাকটেরিয়ার প্রত্যক্ষ ভূমিকা আছে । ব্যাকটেরিয়া মাটির উপাদান হিসেবেও কাজ করে । নানাবিধ আবর্জনা হতে পচন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া জৈব সার ও জৈব গ্যাস প্রস্তুত করে থাকে । ২. নাইট্রোজেন সংরক্ষণে Azotobacter , Pseudomonas , Clostridium প্রভৃতি ব্যাকটেরিয়া সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে মাটিতে স্থাপন করে , ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় । Rhizobium ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংরক্ষণ করে থাকে । ৩. পতঙ্গনাশক হিসেবে ; কতিপয় ব্যাকটেরিয়া ( যেমন— Bacillus thuringiensis ) বিভিন্ন প্রকার পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় । ৪. ফলন বৃদ্ধিতে : কিছু বিশেষ ব্যাকটেরিয়া প্রয়ােগ করে ধানের উৎপাদন শতকরা ৩১.৮ ভাগ এবং গমের উৎপাদন ২০.৮ ভাগ বাড়ানাে সম্ভব হয়েছে ।

টাগ:কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা, ব্যাকটেরিয়া কিভাবে কৃষিকাজে ভূমিকা রাখে

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)