পুম্প সংকেত বলতে কি/কী বুঝায়
উত্তর : যে সংকেতের মাধ্যমে ফুলের বিভিন্ন স্তবকের বর্ণনা যেমন স্তবকের সংখ্যা , স্তবকের সদস্য সংখ্যা , স্তবকের বিভিন্ন সদস্যের বিন্যাস প্রভৃতি জটিল আঙ্গিক বৈশিষ্ট্যগুলােকে সরল রূপরেখায় প্রদর্শন করা হয় তাই পুষ্প সংকেত । পুষ্প সংকেত লিখতে হলে । কতকগুলাে নির্দিষ্ট বর্ণমালা ও সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হয় ।
টাগ:পুম্প সংকেত বলতে কি/কী বুঝায়