পেরিসাইকল কী/কি | ক্যাম্বিয়াম কি | ভাস্কুলার বান্ডল কী/কি
পেরিসাইকল কী/কি
উত্তর : অন্তঃত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুকে পেরিসাইকেল বলে ।
ক্যাম্বিয়াম কি
উত্তর : উদ্ভিদদেহে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েকস্তর বিশিষ্ট আয়তক্ষেত্রাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই হলাে ক্যাম্বিয়াম ।
ভাস্কুলার বান্ডল কী/কি
উত্তর : উদ্ভিদ দেহে যে টিস্যু ( জাইলেম ও ফ্লোয়েম ) খাদ্যের কাঁচামাল ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে তাই ভাস্কুলার বান্ডল ।
Tag:পেরিসাইকল কী/কি, ক্যাম্বিয়াম কি, ভাস্কুলার বান্ডল কী/কি