মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার বৈশিষ্ট্য | Biology যশোর বোর্ড ১৯ এর সমাধান | মাইটোসিস কোষ বিভাজন

Safwan Alam
0

 
মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার বৈশিষ্ট্য | Biology যশোর বোর্ড ১৯ এর সমাধান | মাইটোসিস কোষ বিভাজন

মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার বৈশিষ্ট্য


১. মাইটোসিসের ফলে একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হয় । 

২. মাইটোসিস বিভাজনে মাতৃকোষের প্রতিটি ক্রোমােসােম সেন্ট্রোমিয়ারসহ লম্বালম্বিভাবে সমান দুই অংশে ভাগ হয় এবং প্রতিটি অংশ এর নিকটবর্তী মেরুতে গমন করে । ফলে সৃষ্ট নতুন কোষদুটিতে ক্রোমােসােম সংখ্যা মাতৃকোষের ক্রোমােসােম সংখ্যার সমান থাকে । তাই মাইটোসিসকে ইকোয়েসনাল বা সমীকরণিক বিভাজন - ও বলা হয় । 

৩. প্রতিটি ক্রোমােসােম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে যে দুটি ক্রোমাটিড . তৈরি করে তা অপত্য ক্রোমােসােম হিসেবে দুটি অপত্য নিউক্লিয়াসে প্রবেশ করে । কাজেই অপত্য কোষদুটি সর্বতােভাবে সমগুণসম্পন্ন হয় । 

৪. মাইটোটিক কোষ বিভাজনের ফলে সৃষ্ট কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান হয় । 

৫. অপত্য কোষের ক্রোমােসােম সংখ্যা মাতৃকোষের ক্রোমােসােম সংখ্যার সমান থাকে ।

টাগ:মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার বৈশিষ্ট্য, Biology যশোর বোর্ড ১৯ এর সমাধান | মাইটোসিস কোষ বিভাজন

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)