সমাস - সমাস কি/কাকে বলে | সমাসের প্রকারভেদ | সমাসের প্রকারভেদ - দ্বন্দ্ব সমাসের উদাহরণ | কর্মধারয় সমাস কাকে বলে/কি/কী | কর্মধারয় সমাসের উদাহরণ | তৎপুরুষ সমাস কাকে বলে/কি/কী | তৎপুরুষ সমাসের উদাহরণ | বহুব্রীহি সমাস কাকে বলে/কি/কী | বহুব্রীহি সমাসের উদাহরণ | দ্বিগু সমাস কাকে বলে/কি/কী | দ্বিগু সমাসের উদাহরণ | অব্যয়ীভাব সমাস কাকে বলে/কি/কী | অব্যয়ীভাব সমাসের উদাহরণ
সমাস
সমাস মানে সংক্ষেপ, মিলন একাধিক পদের একপদীকরণ।
সমাস কি/কাকে বলে
অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সংগে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
সমাসের প্রকারভেদ
সমাস প্রধানত ছয় প্রকার
দ্বন্দ্ব সমাস
কর্মধারায় সমাস
তৎপুরুষ সমাস
বহুব্রীহি সমাস
দ্বিগু সমাস
অব্যয়ীভাব সমাস
সমাসের প্রকারভেদ
দ্বন্দ্ব সমাসের উদাহরণ
উত্তরঃ তাল ও তমাল=তাল-তমাল
দোয়াত ও কলম=দোয়াত-কলম
কর্মধারয় সমাস কাকে বলে/কি/কী
উত্তরঃ যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়,তাকে কর্মধারয় সমাস বলে।
কর্মধারয় সমাসের উদাহরণ
নীল যে পদ্ম=নীলপদ্ম
শান্ত অথবা শিষ্ট=শান্তশিষ্ট
কাচা অথচ মিঠা=কাঁচামিঠা
তৎপুরুষ সমাস কাকে বলে/কি/কী
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বুজায় তাকে তৎপুরুষ সমাস বলে।
তৎপুরুষ সমাসের উদাহরণ
বিপদকে আপন্ন=বিপদাপন্ন
পরলোকে গত=পরলোকগত
বহুব্রীহি সমাস কাকে বলে/কি/কী
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুজিয়ে,অন্য কোন পদকে বুজায়,তাকে বহুব্রীহি সমাস বলে।
বহুব্রীহি সমাসের উদাহরণ
উত্তরঃ বহু ব্রীহি (ধান) আছে যার=বহুব্রীহি
বি (বিগত) হয়েছে যার=বিপত্নীক
দ্বিগু সমাস কাকে বলে/কি/কী
সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়,তাকে দ্বিগু সমাস বলে।
দ্বিগু সমাসের উদাহরণ
তিন কালের সমাহার= ত্রিকাল
চৌরাস্তার সমাহার= চৌরাস্তা
তিন মাথার সমাহার= তেমাথা
শত অব্দের সমাহার = শতাব্দী
অব্যয়ীভাব সমাস কাকে বলে/কি/কী
উত্তরঃ পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে,তাকে অব্যয়ীভাব সমাস বলে।
অব্যয়ীভাব সমাসের উদাহরণ
জানু পর্যন্ত লম্বিত = আজানুলম্বিত
মরণ পর্যন্ত = আমরণ
কন্ঠের সমীপে = উপকন্ঠ
Tag: সমাস - সমাস কি/কাকে বলে, সমাসের প্রকারভেদ, সমাসের প্রকারভেদ, দ্বন্দ্ব সমাসের উদাহরণ , কর্মধারয় সমাস কাকে বলে/কি/কী, কর্মধারয় সমাসের উদাহরণ,| তৎপুরুষ সমাস কাকে বলে/কি/কী, তৎপুরুষ সমাসের উদাহরণ , বহুব্রীহি সমাস কাকে বলে/কি/কী, বহুব্রীহি সমাসের উদাহরণ, দ্বিগু সমাস কাকে বলে/কি/কী, দ্বিগু সমাসের উদাহরণ, অব্যয়ীভাব সমাস কাকে বলে/কি/কী, অব্যয়ীভাব সমাসের উদাহরণ