মেয়েদের বোকা বানানোর প্রশ্ন | বোকা বানানোর sms | মেয়েদের কে রাগানোর স্ট্যাটাস
মেয়েদের বোকা বানানোর প্রশ্ন
আসসালামু আলাইকুম। প্রাণ প্রিয় পাঠকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আমাদের timeofbd গ্রুপের প্রতিটা সদস্য আপনাদের সেবায় নিয়োজিত আছে। আমরা আপনাদের প্রয়োজনে কথা চিন্তা করে, বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্যসেবা দিয়ে থাকি। আপনারা আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ, আমাদের এসে বাঁধন কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনারা নিশ্চেই আপনার কোন বন্ধু অথবা বান্ধবী বা আপনার গ্রালফ্রেন্ডকে বোকা বানাতে চান। তাহলে অপনার সঠিক জায়গাতেই এসেছন।
গ্রালফ্রেন্ড বা বন্ধু বান্ধবীদের সাথে একটু মজা করতে কে না চায়। আপনার প্রেমিকাকে বা gf কে বোকা বানানোর কিছু মজার মজার এস এম এস। মেয়েদের রাগানোর এসএমএস। বোকা বানানোর কৌশল। বোকা বানানো প্রশ্ন। বোকা বানানোর ধাধা,কালেকশান নিয়ে আজকের পোষ্টটি সাজানো হয়েছে।
মেয়েদের বোকা বানানোর এস এম এস
আলু পটল তরকারি,মেয়েদের মন সরকারি । পেঁয়াজ রসুন আদা,মেয়েরা সব গাঁদা । হারি পাতিল কলস,মেয়েরা সব অলস ! লাল নীল কালো, ছেলে সবাই খুব ভালো ॥😜👈
তুমি আসবে বলেই ,
আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয় নি
তুমি আসবে বলেই ,
কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝড়ে যায়নি।
তুমি আসবে বলেই ,
অন্ধ কানাই বসে আছে গান গায়নি
তুমি আসবে বলেই ,
চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি।**
চোখ বুজে দেখো স্বপ্ন দেখো কি না,
পা বাড়িয়ে দেখো পথ খুজে পাও কি না,
মন বাড়িয়ে দেখো কেউ ভালোবাসে কি না
হাত বাড়িয়ে দেখো
–
–
কেউ পয়সা দেয় কিনা
বোকা বানানোর sms
এখন আমার হাতে এক বোতল বিষ।এত জ্বালা আমার সহ্য হয় না।
জানি এটা পাপ। এত যন্ত্রণা আর ভালো লাগে না
তাই আমি যাচ্ছি
–
–
ইদুর মারতে।
Jol পড়ে পাতা নড়ে।মহা গাঁধা sms পড়ে।
ওরে গাঁধা রাগিস না। বোকার মতো হাসিস না
এই sms পড়বি যত, বুদ্ধি হবে গাঁধার মতো
এক দিন তোমার জীবনে একটি সুন্দর মেয়ে আসবে।
সে তোমাকে ভালোবাসবে KISS করবে।
আবার তোমাকে জড়িয় ধরে বলবে
আব্বু আমাকে একটা চকলেট কিনে দাও
মেয়েদের রাগানোর sms | বোকা বানানোর প্রশ্ন
গ্রালফ্রেন্ড বা বন্ধু বান্ধবীদের সাথে একটু মেয়েদের রাগানোর sms, বোকা বানানোর প্রশ্ন,কালেকশান নিয়ে আজকের পোষ্টটি সাজানো হয়েছে।
আমার দুটি চোখে Sopno ছিল মনে ছিল আশা।
গরুর ঘরে থাকবে তুমি মারবে
অনেক মশা। ভাবনা ছিল খাবে
তুমি রাস্তা ঘাটে মার, কেন তুমি
চলে গেলে গরু নিয়ে আমার
তুমি যমুনা হলে হব অামি
যমুনা ব্রিজ তুমি চায়ের কাপ
হলে হব চায়ের পিরিচ
তুমি জীবন হলে হব অামি প্রেম
তুমি দরজা হলে হব অামি দরজার ফ্রেম
মেয়েদের কে রাগানোর স্ট্যাটাস
Meye: তুমি একটা বদ।
Chele: তুমি কি ভালো?
Meye: হ্যা আমি ভালো।
Chele: তার মানে তুমি বদ না?
Meye: হ্যা, আমি বদ না।
Chele: -RFL বদনা?
Meye: না, মানে আমি বদ না।
Chele: সেটাই তো বললাম তুমি RFL বদনা
বোকা বানানোর ধাধা
সবাই রাতে দেয়, কেও সময় পেলে দিনেও দেয়,
টানা ১ ঘন্টা আবার ২ ঘন্টা ও দেয়, কেও কেও সারা রাত দেয়,
কেও আবার সকালেও দেয়!
দেওয়ার সময় পুরা গরম হইয়া যায় । .
.
.
এভাবেই সবাই মোবাইল চার্জ দেয়! হে হে হে ।
অনেক মেয়ে "মুলা" দিয়ে করে,
আবার অনেক মেয়ে "গাজর" দিয়ে ও করে,
আবার অনেক মেয়ে "শষা" দিয়ে ও করে।
আবার সব কিছু একসাথে দিয়ে ও করে।
কি করে জানো ?? .
আরে সালাদ তৈরী করে!
সে আসলো, আমার উপর বসলো,
আমাকে জড়িয়ে ধরলো, পরে কামর, চুমু দিল।
তারপর নিজের প্রয়োজন মিটিয়ে চলে গেল।
খারাপ চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালো চিন্তা ভাবনা কর।
বোকা বানানোর জোকস
তুমি আমার অচিন পাখি তোমার নাম টিয়া সুন্দর একটা বাদর পেলে তোমার দিতাম বিয়া। """কপাল আর লুঙ্গীর মধ্যে মিল কোথায়? দুটোই যেকোনো সময় খুলে যেতে পারে !কপাল খুললে পৌষ মাস,আর লুঙ্গী খুললে সর্বনাশ।
""""হিমালয়"থেকে নয়.ওই দুর "আকাশ"থেকেও নয়."সাত সাগর"13 নদীর"ওপার থেকে ও নয়.এই "হৃদয়ের"গভীর থেকে বলছি,ভিশন 'ঠান্ডা'লাগতাছে!
"""কাছের পথ দুরেরলাগে,,যদি সাথে কেউনা থাকে।দুরের পথ অনেক কাছের লাগে,যদি পিছনে একটা পাগলা কুত্তা থাকে ।
Tag: মেয়েদের বোকা বানানোর প্রশ্ন, বোকা বানানোর sms, মেয়েদের কে রাগানোর স্ট্যাটাস, মেয়েদের বোকা বানানোর এস এম এস , মেয়েদের রাগানোর sms বোকা বানানোর প্রশ্ন , বোকা বানানোর ধাধা , বোকা বানানোর জোকস , বোকা বানানোর কৌশল