Oxat 20 mg এর কাজ কি কিসের ঔষধ পার্শ্বপ্রতিক্রিয়া কি | Oxat 20 er kaj ki, Kiser ousodh, parsoprotikriya ki



    Oxat 20 mg এর কাজ কি

    আসসালামুআলাইকুম। আশাকরি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। timeofbd.com এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

    আপনারা অনেকেই জানতে চেয়েছেন Oxat 20 কিসের ঔষধ। তাই আমরা আপনাদের Oxat 20 ওষুধটি সম্পর্কে সংক্ষেপে জানাবো।

    অক্সাট ২০ কিসের ঔষধ | Oxat 20 কিসের ওষধ

    ☠️☠️ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ গ্রহন করবেন না। ☠️☠️


    প্রিয় পাঠক-পাঠিকাবৃন্দ এখানে আমরা আপনাদের ঔষধ বা রোগের ঔষধগুলোর ব্যাপারে প্রাথমিক ধারণা দিচ্ছি। আপনার মূল সমস্যা জানার জন্য অবশ্যই আপনাকে রেজিস্টার চিকিৎসকের কাছে যেতে হবে। রোগ সম্পর্কে সম্পূর্ন না জেনে শুধুমাত্র সাইট থেকে প্রাথমিক ধারণা নিয়ে কোনো ঔষধ গ্রহন করে আপনার শারীরিক কোনো সমস্যা হলে timeofbd.com এর কোনো অ্যাডমিন দায়ী নয়। ধন্যবাদ।


    অক্সাট ২০ কিসের ওষুধ

    Oxat 20: Oxat 20 parexotine hidrocloride গ্রুপের একটি ঔষধ যা paraxotine hidrocloride 20 প্রতিটি ট্যাবলেটে বহন করে।


    নির্দেশনা/কোন সমস্যা অক্সাট 20 অক্সাট 20 গ্রহণ করবেনঃ বিষন্নতা, এ্যানজাইটি ডিসঅর্ডার বা মানসিক দুশ্চিন্তা, বিষাদগ্রস্থতা, অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার, ট্যানকি ডিসঅর্ডার, জেনারালাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং স্ট্রেস জাতীয় সমস্যার কারণে এই ওষুধ নির্দেশিত।


    পার্শ্বপ্রতিক্রিয়াঃ এনথেসিয়া, ঘাম, বমি বমি ভাব, তন্দ্রা, ঝিমুনি, পুরুষাঙ্গের শিথিলতা, যৌন মিলনের সময় বীর্যস্থলনে দেরি, কাঁপুনি, বমি বমি ভাব।

    যাদের ক্ষেত্রে এ ঔষধ গ্রহন করা যাবেনাঃ গর্ভাবস্থায় এ ওষুধ না ব্যবহার করাই শ্রেয়। এছাড়াও paraxotine hidrocloride ঔষধ এর কোন উপাদানের প্রতি শারীরিক সংবেদনশীলতা থাকলে ওষুধ গ্রহণ থেকে বিরত থাকুন।

    ওষুধ খাবার নিয়মঃ রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মতো আপনার সঠিক সমস্যা জেনে তার পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন।

    সংরক্ষণঃ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে 6°C তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন বাচ্চাদের নাগালের বাইরে রাখুন।

    Oxat 20 স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি ঔষধ।

    ট্যাগঃ Oxat 20 mg এর কাজ কি