নামাজ কে বলনা কাজ আছে (Namaz Ke Bolo Na Kaj Ache ) Lyrics
নামাজকে বলোনা কাজ আছে | নামাজকে বলো
আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা কেমন আছেন। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ । প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের মাঝে শেয়ার করব খুবই জনপ্রিয় ইসলামি সংগীত নামাজকে বলোনা কাজ আছে লিরিক্স আকারে ।
নামাজকে বলোনা কাজ আছে কাজকে বলো নামাজ আছে
সংগীত: নামাজ
গায়ক: জাহিদুল্লাহ জামি
লিরিক অ্যান্ড টিউন: শহিদুল ইসলাম
রেকর্ড লেবেল: হ্যাভেন টিউন স্টুডিও লাইভ
পরিচালনাঃশাহিদ ইম্টু
নামাজকে বলোনা গজল
নামাজকে বলো কাজ আছে
নামাজকে বলো কাজ আছে সংগীত টি আপনাদের মাঝে আমরা লিরিক্স আকারেও আমদের সাইটে প্রোভাইট করছি।আশা করি এতে আপনারা উপকৃত হবেন,আমরা আমাদের সাইটে সব সময় আপনাদের চাওয়া সকল সংগীত আমরা আমাদের সাইটে শেয়ার করে থাকি ।
নামাজকে বলো না কাজ আছে | নামাজকে বলো না আমার কাজ আছে
নামাজকে বলো না কাজ আছে…
কাজকে বলো আমার নামাজ আছে
নামাজ বিহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।
নামাজকে বলো না কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে
ফজর কাটে ঘুমের ঘরে
জোহর কাজে কাজে,
আসর কাটে খেলায় ধুলায়
মাগরীব মাঝে মাঝে।- ২বার
ঈশার সময় হয়ে এলে
থাকো মিছে দুনিয়ার পিছে।
নামাজকে বলো না কাজ আছে…
কাজকে বলো আমার নামাজ আছে- ২বার
নামাজ বহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।
প্রভুর হুকুম মানোরে ভাই
থাকো তুমি যেথায়
সময় গেলে পাবেনা ফিরে
মরন তোমায় লইবে ঘিরে- ২বার
জেনে রেখো মরন তোমার
অতি কাছে।
নামাজকে বলো না কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে
নামাজ বিহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।
নামাজকে বলো না কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে।
tags: নামাজকে বলোনা কাজ আছে, নামাজকে বলো, নামাজকে বলোনা কাজ আছে কাজকে বলো নামাজ আছে, নামাজকে বলোনা গজল, নামাজকে বলো কাজ আছে, নামাজকে বলো না আমার কাজ আছে, নামাজকে বলো না কাজ আছে