দে দে পাল তুলে দে lyrics | দে দে পাল তুলে দে বাংলা রিলিক্স
দে দে পাল তুলে দে lyrics
পাঠক বৃন্দ আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহে বারাকাতুহু । আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি । আজকে আমরা আপনাদের মাঝে দে দে পাল তুলে দে lyrics গানটি শেয়ার করব । গান শোনা সম্পপূর্ণ
হারাম। কিন্তু, আমাদের কাছে ইদানিং অনেক রিকোয়েস্ট আসছে গান নিয়ে পোস্ট করার জন্য।
সেজন্যই আমরা আপনাদের কথা বিবেচনা করে। আমাদের গ্রুপ Time of BD গানের lyrics শেয়ার করছি।
গান বাদ্যযন্ত্রের সাথে বাজানো বা গাওয়া ইসলামে হারাম। আপনাদের পরামর্শ দেবো গান না শুনে ইসলামিক গজল শুনবেন ,ইসলামিক গজল গাইবেন, ইসলামিক ও্যাজ শুনবেন, এতে সও্যাব হবে পাপ হবেনা। তারপরেও যদি আপনাদের ইচ্ছে হয় গানের লিরিক্স নিয়ে গান গাইবেন তবে বলে রাখি, কোন রকম পাপ হলে আমরা টাইম অফ বিডি পরিবারের কোন এডমিন দায়বদ্ধ হবো না। আমরা আপনাদের সব সময় ভালো কাজের আদেশ করতে চাই আর খারাপ কাজ থেকে বিরত থাকবেন পরামর্শ দিতে চাই। আশা করি আপনারা যা সিদ্ধান্ত নিবেন নিজেদের উপর সেই টার ফলাফল হবে।ধন্যবাদ
দে দে পাল তুলে দে বাংলা রিলিক্স
দে দে পাল তুলে দে,
মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে দে,
মাঝি হেলা করিস না।
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা,
তুই ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা। ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা,
তুই ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা।
দে দে পাল তুলে দে,
মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে দে,
মাঝি হেলা করিস না।
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা,
তুই ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা। ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা,
তুই ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা।
মদিনায় নবী এলো মা আমিনার ঘরে
হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে
দয়াল মুর্শিদ যার সখা
তার কিসের ভাবনা। দয়াল মুর্শিদ যার সখা
তার কিসের ভাবনা।
আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা।
ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে
সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে
সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে।
দয়াল মুর্শিদ যার সখা
তার কিসের ভাবনা।
দয়াল মুর্শিদ যার সখা
তার কিসের ভাবনা।
আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা।
দে দে পাল তুলে দে,
মাঝি হেলা করিস না।
দে দে পাল তুলে দে,
মাঝি হেলা করিস না।
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা,
তুই ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা।
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা,
তুই ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা।
দে দে পাল তুলে দে,
মাঝি হেলা করিস না।
দে দে পাল তুলে দে,
মাঝি হেলা করিস না।
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা,
তুই ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা।
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা,
তুই ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা।
দে দে পাল তুলে দে লিরিক্স।
Tag:দে দে পাল তুলে দে lyrics | দে দে পাল তুলে দে বাংলা রিলিক্স