খুব কাছে এসাে না কবিতা | খুব কাছে এসাে না lyrics | খুব কাছে এসাে না রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ

Safwan Alam
0

 

খুব কাছে এসাে না কবিতা | খুব কাছে এসাে না lyrics | খুব কাছে এসাে না  রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ

খুব কাছে এসাে না কবিতা


খুব কাছে এসাে না কোন দিন

 যতটা কাছে এলে কাছে আসা বলে লােকে

  এ চোখ থেকে ঐ চোখের কাছে থাকা

   এক পা বাড়ানাে থেকে অন্য পায়ের সাথে চলা

   কিংবা ধরাে রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা ।

    যে কাছাকাছির মাঝে বিন্দু খানেক দূরত্বও আছে

 মেঘের মেয়ে অতাে কাছে এসােনা কোন দিন

 দিব্যি দিলাম মেঘের বাড়ীর , আকাশ কিংবা আলাের সারির । 

 তার চেয়ে বরং দূরেই থেকো

  যেমন দূরে থাকে ছোঁয়া , থেকে স্পর্শ 

  রােদুরের বুক থেকে উত্তাপ 

  শীতলতা , থেকে উষ্ণতা

   প্রেত্নে , খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালােবাসা 

   তেমন দূরেত্বেই থেকে যেও 

   এক ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ

    কতটা কাছা কাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে


পারেনি পৃথিবী

Tag: খুব কাছে এসাে না কবিতা, খুব কাছে এসাে না  lyrics, খুব কাছে এসাে না  রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ

Tags

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)