লিউকোপ্লাস্টকে বর্ণহীন অঙ্গাণু বলা হয় কেন l কোষকে কি ক্ষুদ্র রাসায়নিক কারখানা বলা যায় | কোষকে কেন ক্ষুদ্র রাসায়নিক কারখানা বলা যায়

Safwan Alam
0

 
লিউকোপ্লাস্টকে বর্ণহীন অঙ্গাণু বলা হয় কেন  l কোষকে কি ক্ষুদ্র রাসায়নিক কারখানা বলা যায় | কোষকে কেন ক্ষুদ্র রাসায়নিক কারখানা বলা যায়

লিউকোপ্লাস্টকে বর্ণহীন অঙ্গাণু বলা হয় কেন 


 উত্তর : উদ্ভিদের মূল , ভূনিম্নস্থ কাণ্ড প্রভৃতি যেসব অঙ্গে সূর্যালােক পৌঁছায় না । সেসব অরে । কোষে লিউকোপ্লাস্ট থাকে । লিউকোপ্লাস্টকে বর্ণহীন অঙ্গাণু বলা হয় । কারণ এতে কোনাে রঞ্জক পদার্থ থাকে না । আর রঞ্জক পদার্থ না থাকার কারণেই লিউকোপ্লাস্টকে বর্ণহীন অঙ্গাণু বলা হয় । 

কোষকে কি ক্ষুদ্র রাসায়নিক কারখানা বলা যায় 

উত্তর : কোষ হচ্ছে জীবদেহের যাবতীয় কাজের , যেমন– শ্বসন , পুষ্টি , রেচন , বৃদ্ধি , বংশবিস্তার প্রভৃতির আধার । কারণ প্রতিটি জীবের শারীরবৃত্তীয় কাজের জন্য যে শক্তির দরকার তা তৈরি হয় কোষের ভেতর রাসায়নিক ক্রিয়ার ফলে । কাজেই এ বিবেচনায় কোষকে একটি ক্ষুদ্র রাসায়নিক কারখানা বলা যায় । 

টাগ:লিউকোপ্লাস্টকে বর্ণহীন অঙ্গাণু বলা হয় কেন,  কোষকে কি ক্ষুদ্র রাসায়নিক কারখানা বলা যায়, কোষকে কেন ক্ষুদ্র রাসায়নিক কারখানা বলা যায় 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)