জেনেটিক কোডের বৈশিষ্ট্য কি কি | DNA ই হলাে মাস্টার মলিকিউল | সেন্ট্রাল ডগমা/Central Dogmaবলতে কি/কী বুঝ | আত্মঘাতী কোষ অঙ্গাণুর কাজ কি

Safwan Alam
0

 
জেনেটিক কোডের বৈশিষ্ট্য কি কি | DNA ই হলাে মাস্টার মলিকিউল | সেন্ট্রাল ডগমা/Central Dogmaবলতে কি/কী বুঝ | আত্মঘাতী কোষ অঙ্গাণুর কাজ কি

জেনেটিক কোডের বৈশিষ্ট্য কি কি

উত্তর : জেনেটিক কোডের বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলাে ১. একাধিক কোডন একটি অ্যামিনাে এসিডকে কোড করে । ২. একটি কোডন কখনাে একাধিক অ্যামিনাে এসিডকে কোড করে না ৩. কোডন তৈরিতে নিউক্লিওটাইড ( এখনে Letter ) কখনাে ও লেপ করে না বরং ক্রমসজ্জা অনুসরণ করে । ৪. কোডনসমূহ সার্বজনীন । 

DNA ই হলাে মাস্টার মলিকিউল 

উত্তর : যে অণু জীবকোষের কল রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাকে মাস্টার মলিকিউল বলে । DNA জীবকোষের সকল ধরনের ক্রিয়া - বিক্রিয়া নিয়ন্ত্রণ করে । জীবকোষের সব ধরনের জৈবিক সংকেত বহন করার ক্ষমতা রাখে । এমনকি জীবকোষের জৈবিক সংকেত প্রেরক হিসেবে কাজ করে । এ কারণে DNA ই হলাে মাস্টার মলিকিউল । 

সেন্ট্রাল ডগমা/Central Dogmaবলতে কি/কী বুঝ

উত্তর : DNA , RNA ও প্রােটিন এই তিন প্রকার জৈব অণুর মধ্যে পারস্পরিক কার্যকরী সম্পর্ক যার মাধ্যমে জেনেটিক বার্তা প্রবাহ DNA রেপ্লিকেশন , RNA ট্রান্সক্রিপশন ও প্রােটিন সংশ্লেষের দ্বারা ঘটে , তাকে সেন্ট্রাল ডগমা বলে । অর্থাৎ জুেনেটিক তথ্যর এক প্রকার প্রবাহ চিত্র । 

আত্মঘাতী কোষ অঙ্গাণুর কাজ কি 

 উত্তর : আত্মঘাতী কোষ অঙ্গাণুটি হলাে লাইসােসােম । নিচে লাইসােসােমের কাজ উল্লেখ করা হলাে ১. লাইসােসােম ফ্যাগােমাইটোসিস ও পিনােসাইটোসিস প্রক্রিয়ায় কোষে আগত আক্রমণকারী জীবাণু ধ্বংস করে বা খাদ্য ২. এটি বিগলকারী এনজাইমসমূহকে আবদ্ধ রেখে কোষের বিভিন্ন অঙ্গাণুকে রক্ষা করে । উপাদনকে ভক্ষণ করে ।

টাগঃ জেনেটিক কোডের বৈশিষ্ট্য কি কি,DNA ই হলাে মাস্টার মলিকিউল,সেন্ট্রাল ডগমা/Central Dogmaবলতে কি/কী বুঝ, আত্মঘাতী কোষ অঙ্গাণুর কাজ কি 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)