কফি হাউসের সেই আড্ডাটা বাংলা গান লিরিক্স
পাঠক বৃন্দ আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহে বারাকাতুহু । আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি । আজকে আমরা আপনাদের মাঝে কফি হাউসের সেই আড্ডাটা বাংলা গান লিরিক্স | Coffee houser sei addata Bangla song lyricsগানটি শেয়ার করব । গান শোনা সম্পপূর্ণ
হারাম। কিন্তু, আমাদের কাছে ইদানিং অনেক রিকোয়েস্ট আসছে গান নিয়ে পোস্ট করার জন্য।
সেজন্যই আমরা আপনাদের কথা বিবেচনা করে। আমাদের গ্রুপ Time of BD গানের lyrics শেয়ার করছি।
গান বাদ্যযন্ত্রের সাথে বাজানো বা গাওয়া ইসলামে হারাম। আপনাদের পরামর্শ দেবো গান না শুনে ইসলামিক গজল শুনবেন ,ইসলামিক গজল গাইবেন, ইসলামিক ও্যাজ শুনবেন, এতে সও্যাব হবে পাপ হবেনা। তারপরেও যদি আপনাদের ইচ্ছে হয় গানের লিরিক্স নিয়ে গান গাইবেন তবে বলে রাখি, কোন রকম পাপ হলে আমরা টাইম অফ বিডি পরিবারের কোন এডমিন দায়বদ্ধ হবো না। আমরা আপনাদের সব সময় ভালো কাজের আদেশ করতে চাই আর খারাপ কাজ থেকে বিরত থাকবেন পরামর্শ দিতে চাই। আশা করি আপনারা যা সিদ্ধান্ত নিবেন নিজেদের উপর সেই টার ফলাফল হবে।ধন্যবাদ
Coffee houser sei addata Bangla song lyrics
Manna Dey
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই | Coffee Houser Shei Adda | Lyrics
শিল্পীঃ মান্না দে
কথাঃ গৌরী প্রসন্ন মজুমদার
সুরঃ সুপর্ণ কান্তি ঘোষ
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই....
নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে
নেই তারা আজ কোন খবরে
গ্র্যান্ড এর গীটারিষ্ট গোয়ানিস ডি সুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেনো ভালোবেসে আঘাত পেয়ে যে
শেষে পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুক্ছে দুরন্ত ক্যান্সারে
জীবন করেনি তাকে ক্ষমা হায়
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখপতি স্বামী তার
হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে
গাড়ী বাড়ী সব কিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে
ডি সুজাটা বসে শুধু থাকতো
একটা টেবিলে সেই তিন চার ঘন্টা
চারমিনার ঠোঁটে জ্বলতো
কখনো বিষ্ণুদে কখনো যামিনী রায়
এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে
সাড়ে সাতটায় ঠিক উঠতাম
কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার কোথাও হলোনা ছাপা
পেলো না সে প্রতিভার দামটা
অফিসের সোসালে এমেচার নাটকে
রমা রায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ
কি লিখেছে তাই শুধু পড়তো
সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা আজো খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালি নেই
কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কতজন এলো গেলো কতজনই আসবে
কফি হাউজটা শুধু থাকবে
Tag: কফি হাউসের সেই আড্ডাটা বাংলা গান লিরিক্স , Coffee houser sei addata Bangla song lyrics
Post a Comment