চলনা সুজন মিলে দুজন লিরিক্স | Cholna sujon mile dujon lyrics

চলনা সুজন মিলে দুজন লিরিক্স , Cholna sujon mile dujon lyrics  চলনা সুজন মিলে দুজন লিরিক্স


  পাঠক বৃন্দ আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহে বারাকাতুহু । আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি । আজকে আমরা আপনাদের মাঝে চলনা সুজন মিলে দুজন লিরিক্স | Cholna sujon mile dujon lyricsএখন   গানটি শেয়ার করব । গান শোনা সম্পপূর্ণ

  হারাম। কিন্তু, আমাদের কাছে ইদানিং অনেক রিকোয়েস্ট আসছে গান নিয়ে পোস্ট করার জন্য।


  সেজন্যই আমরা আপনাদের কথা বিবেচনা করে। আমাদের গ্রুপ Time of BD গানের lyrics শেয়ার করছি।
  গান বাদ্যযন্ত্রের সাথে বাজানো বা গাওয়া ইসলামে হারাম। আপনাদের পরামর্শ দেবো গান না শুনে ইসলামিক গজল শুনবেন ,ইসলামিক গজল গাইবেন, ইসলামিক ও্যাজ শুনবেন, এতে সও্যাব হবে পাপ হবেনা। তারপরেও যদি আপনাদের ইচ্ছে হয় গানের লিরিক্স নিয়ে গান গাইবেন তবে বলে রাখি, কোন রকম পাপ হলে আমরা টাইম অফ বিডি পরিবারের কোন এডমিন দায়বদ্ধ হবো না। আমরা আপনাদের সব সময় ভালো কাজের আদেশ করতে চাই আর খারাপ কাজ থেকে বিরত থাকবেন পরামর্শ দিতে চাই। আশা করি আপনারা যা সিদ্ধান্ত নিবেন নিজেদের উপর সেই টার ফলাফল হবে।ধন্যবাদ


  Cholna sujon mile dujon lyrics  Song: Cholna Sujon
  Singer: Sajib Rana & Salma
  Music: Ahmmed Humayun
  Lyric & Tune: Swaraj Deb
  মন আকাশে বৃষ্টি আশে
  রদ্রু মেঘের জুটি ,
  আজ নতুন আলোয় আধার কালোর খুনসুটি ।

  ঝরের বেশে এলো কেশে ,
  কাজল সে চোখ দুটি
  দিলো কঠিন কথার বিষণ্ণতার ছুটি ।

  তারই সাথে খেলনা পাতে
  অযথা হাসাহাসি ,
  হাজার বাড়ন আর অকারন ,
  তবু সে দাঁরেই আসি ।

  চলনা সুজন মিলে দুজন ,
  নীল ঐ আকাশে ভাসি ,


  দেখুক লোকে এ দুচোখে

  তোর ঐ দুচোখের হাসি ।
  চলনা সুজন হারাই দুজন
  বিনা দোষেই হোক ফাঁসী ,
  দেখুক লোকে অবাক চোখে
  কতটা ভালোবাসি ।


  চুরাবালির পিছু টানে ,
  বুঝিনা এই ভাষার মানে
  অশান্ত মন কি উচাটন
  খোদা জানে ।

  ঘরের কাজে সকাল সাঝে ,
  জিওমিতির ভাজে ভাজে
  কীসের ছায়ায় এ কোন মায়ায়
  বুঝিনা যে ... ।

  ধীরে ধীরে চেনা ভিড়ে
  অচেনা বারাবারি ,
  অবুঝ এ মন কি জ্বালাতন
  এ কেমন আহাজারি ... ।

  চলনা সুজন মিলে দুজন
  আর একটুকু ভুল করি ,
  দেখুক লোকে এ দুচোখে
  ছায়া যে সুধু তোরই ।


  চলনা সুজন মিলে দুজন
  অচেনা শহর গড়ি ,
  সেই শহরে আপন করে
  বৃষ্টি ফোটা হয়ে ঝরি ।


  বাদাম খোসায় ভালোবাসায়
  নিয়ন আলোয় কাছে আশায় ,
  সৃতির খাতায় চোখের পাতায়
  কীসের ফাকি ।

  আপন কথার গোপন বেথায় ,
  বন্ধী খাঁচার বিষণ্ণতায়
  কিসের জালা বিষের মালায়
  বোঝনা কি ... ।

  গোপন করে আপন তোরে
  বুকের পাঁজরে রাখি;
  ঘুমের বড়ি দিয়ে আড়ি
  হৃদয় বাড়িতে থাকি...।


  চলনা সুজন করি কূজন
  সুখপাখি হয়ে ডাকি-
  দেখুক লোকে কেমন তোকে প্রেমে জড়িয়ে রাখি... ।

  চলনা সুজন পালাই দুজন
  ওদেরকে দিয়ে ফাকি
  কোন সমান্তরাল পথের বাঁকে
  বাসা বানিয়ে থাকি ।

  Tag; চলনা সুজন মিলে দুজন লিরিক্স ,  Cholna sujon mile dujon lyrics

  0/Post a Comment/Comments

      

  TIME OF BD APK


  TIME OF BD APK


   শিক্ষার সব খবর সবার আগে জানতে আমাদের অফিসিয়াল এসাইনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে এসাইনমেন্টের ভিডিও গুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন

  আমাদের অফিসিয়াল এসাইনমেন্ট ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

  chrome-extension://oilhmgfpengfpkkliokdbjjhiikehfoo/img/semstorm-32.png