Chlorophyceae শ্রেণির শৈবালকে সবুজ শৈবাল বলা হয় কেন | উদ্ভিদে পচনরােগ কেন হয়

Safwan Alam
0

Chlorophyceae শ্রেণির শৈবালকে সবুজ শৈবাল বলা হয় কেন | উদ্ভিদে পচনরােগ কেন হয়

 Chlorophyceae শ্রেণির শৈবালকে সবুজ শৈবাল বলা হয় কেন 

 উত্তর : Chlorophyceae শ্রেণির শৈবালগুলাের রঞ্জক পদার্থ ক্লোরােপ্লাস্টের মধ্যে বর্তমান । রঞ্জক পদার্থগুলাের মধ্যে ক্লোরােফিল , এ , ক্লোরােফিল - বি প্রধান রঞ্জক এবং বিটা ক্যারােটিন ও জ্যান্যোফিলের ন্যায় লুটেইন , এস্টাজ্যাত্থািন ও জিয়াজ্যান্থিন সহকারী রঞ্জক হিসেবে বিদ্যমান । ক্লোরােফিল - এ ও ক্লোরােফিল - বি অধিক পরিমাণে থাকায় এরা গাঢ় সবুজ বর্ণের হয় । এজন্য এদেরকে সবুজ শৈবাল বলা হয় ।


উদ্ভিদে পচনরােগ কেন হয় 


উত্তর : পচনরােগ বা রট এমন একপ্রকার উদ্ভিদ রােগ যেখানে আক্রত । কলাগুলাে মরে যায় , প্রচুর পরিমাণে পচে গলে বাদামি বর্ণ ধারণ করে । অধিকাংশ ক্ষেত্রেই পচনরােগ ছত্রাক দ্বারা সৃষ্টি হলেও ভাইয়া এবং ব্যাকটেরিয়ার আক্রমণেও হতে দেখা যায় । প্যাথােজেন , ক্ষতের উপর নির্ভর করে একে নরম পচন , শুষ্ক পচন এবং সিক্ত পচনে  ভাগ করা যায় ।

টাগ:Chlorophyceae শ্রেণির শৈবালকে সবুজ শৈবাল বলা হয় কেন, উদ্ভিদে পচনরােগ কেন হয় 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)