বৃশ্চিক রাশির বিবাহিত জীবন ,Brischik Rashi Bibahito Jibon (Married Life) - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

বৃশ্চিক রাশির বিবাহিত জীবন ,Brischik Rashi Bibahito Jibon (Married Life)

বৃশ্চিক রাশির বিবাহিত জীবন ,Brischik Rashi Bibahito Jibon (Married Life)


     বৃশ্চিক রাশির বিবাহিত জীবন

    বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা অধিকতর রহস্যময় হয়। কারণ তারা রহস্যময় প্রবৃত্তিতে যুক্ত থাকে। মনে রাখতে হবে, এরা ইচ্ছাকৃতভাবে এই স্বভাবের হয় না। এদের প্রকৃতিটাই এই রকম হয়। এরা যে কথা বলে, ধীরে ধীরে বলে। এরা কাজকর্মের যোজনা করতে নিপুণ হয়। লম্বা লম্বা যোজনা বানানই এদের স্বভাব। কাজের চেয়ে কাজের পরিকল্পনাই এদের কাছে প্রধান। এরা যে সব পরিকল্পনা করে কাজে তা খুবই কম লাগে। এই রাশির জাতক লম্বা দোহারা চেহারা, গৌর বর্ণ, শক্ত মাথার চুল বিশিষ্ট হয়। এদের নাক চ্যাপটা, মাথা বড়, টানা চোখ যুক্ত হয়। 

    Brischik Rashi Bibahito Jibon (Married Life)

    বৃশ্চিক রাশি- প্রেম ও বিবাহ দু’টো ক্ষেত্রেই সন্দেহবাতিক। বিবাহিত জীবনে সুখের আশা কম। প্রেম না করাই ভাল। এমন জাতকের বৃষ, কন্যা, কর্কট, মকর ও মীন রাশি বা লগ্নের পাত্রীর সঙ্গে বিবাহ সুখকর। এ ছাড়া পাত্রীর জন্ম মাস জৈষ্ঠ্য, শ্রাবণ, আশ্বিন হলেও ভাল হবে। কিন্তু জাতিকা এবং রাশি হলে পুরুষের রাশি হওয়া উচিত মীন, মেষ, তুলা, বৃশ্চিক

    Tag:বৃশ্চিক রাশির বিবাহিত জীবন , Brischik Rashi Bibahito Jibon (Married Life)


    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url