ইলায়ােপ্লাস্ট, পিউরিন, প্লাইসােসােম, প্রােটোপ্লাজম, দেহকোষ, জননকোষ, প্রকৃতকোষ, সাইটোপ্লাজম কী/কি

Safwan Alam
0

 
ইলায়ােপ্লাস্ট, পিউরিন, প্লাইসােসােম, প্রােটোপ্লাজম, দেহকোষ, জননকোষ, প্রকৃতকোষ, সাইটোপ্লাজম কী/কি

ইলায়ােপ্লাস্ট কী/কি

উত্তর : চর্বি বা তেল জাতীয় খাদ্য সঞ্জয়কারী লিউকোপ্লাস্টকে ইলায়ােপ্লাস্ট বলে । 

পিউরিন কী/কি 

       
       

    উত্তর : অ্যাডেনিন ও গুয়ানিনকে একত্রে পিউরিন বলে। 

    প্লাইসােসােম কি/কি 

    উত্তর : সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে লাইসােসােম বলে ।  

    প্রােটোপ্লাজম কী/কি 

    উত্তর : কোষের অভ্যন্তরে স্বচ্ছ ; আঠালাে এবং জেলির ন্যায় অর্ধ তরল , কলয়ডাল ধৰ্মী সজীব পদার্থকে প্রােটোপ্লাজম বলে । 

    দেহকোষ কী/কি 

    উত্তর : বহুকোষী জীবদেহের যেসব কোষ শুধু দেহ গঠনে অংশ নেয় তাদের দেহকোষ বলে । দেহকোষ ডিপ্লয়েড ।

    জননকোষ কী/কি

     উত্তর : বহুকোষী জীবের যেসব কোষ শুধু জনন কাজে অংশগ্রহণ করে , তাদের জননকোষ বা জার্ম সেল বলে । উদাহরণ- শুক্রাণু ও ডিম্বাণু । জননকোষ হ্যাপ্লয়েড প্রকৃতির ( n ) হয়ে থাকে । 

    প্রকৃতকোষ কি/কী 

    উত্তর : যে কোষে আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকে তাই হলাে প্রকৃতকোষ । 

     সাইটোপ্লাজম কী/কি

    উত্তর : নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রােটোপ্লাজমীয় অংশের নামই হলাে সাইটোপ্লাজম কোষীয় অঙ্গাণু কী উত্তর : কোষের যাবতীয় জৈবনিক কার্যাবলি সম্পন্নকারী সজীব অণুগুলােকেই কোষীয় অঙ্গাণু ।

    টাগ: ইলায়ােপ্লাস্ট, পিউরিন, প্লাইসােসােম, প্রােটোপ্লাজম, দেহকোষ, জননকোষ, প্রকৃতকোষ, সাইটোপ্লাজম কী/কি

    Post a Comment

    0Comments

    প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

    Post a Comment (0)