ডাইসেন্ট্রিক ক্রোমােসােম কাকে বলে | অক্সিসােম, কাইনােটোকার, প্রিয়ন, অ্যামাইলােপ্লাস্ট, মাস্টার ব্লু প্রিন্ট, ক্রোমােমিয়ার কি/কী
ডাইসেন্ট্রিক ক্রোমােসােম কাকে বলে
উত্তরঃ : দুই সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমােসােমকে ডাইসেন্ট্রিক ক্রোমােসােম বলে ।
অক্সিসােম কি/কী
উত্তরঃ মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে সুবিন্যস্তভাবে বহু সুবৃন্তক বৃত্তাকার বস্তু থাকে , এদেরকে অক্সিসােম বলে ।
কাইনােটোকার কি/কী
উত্তর : সেন্ট্রোমিয়ার অঞলে অবস্থিত যে প্লেটের মতাে চাকতি মেরুতন্ত্র বা বেমতন্তুর অনুনালিকার সঙ্গে যুক্ত হয়ে কোষ বিভাজনের সময় ক্রোমােসােমের অ্যানাফেজিক চলনকে নিয়ন্ত্রণ করে তাকে কাইনােটোকার বলে ।
প্রিয়ন কি/কী
অ্যামাইলােপ্লাস্ট কি/কী
উত্তর : স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞয়কারী লিউকোপ্লাস্টই হলাে অ্যামাইলােপ্লাস্ট ।
মাস্টার ব্লু প্রিন্ট কি/কী
উত্তরঃ : মাস্টার ব্লু - প্রিন্ট হলাে জিনােম যা জীবের জেনেটিক বা বংশগতীয় তথ্যভাণ্ডার এবং জীবের সকল বৈশিষ্ট্যের নীলনকশা ধারণ প্রশ্ন ২৪।
ক্রোমােমিয়ার কী/কি
উত্তর : মায়ােটিক প্রােফেজের সূচনালগ্নে ক্রোমােসােমের ক্রোমােনেমা তটি স্থানে স্থানে ঘনীভূত হয়ে যে পুঁতি বা দানার মতাে অংশ গঠন করে , তাকে ক্রোমােমিয়ার বলে ।
টাগঃ ডাইসেন্ট্রিক ক্রোমােসােম কাকে বলে, অক্সিসােম, কাইনােটোকার, প্রিয়ন, অ্যামাইলােপ্লাস্ট, মাস্টার ব্লু প্রিন্ট, ক্রোমােমিয়ার কি/কী