ইংরেজি কিছু উক্তি এবং শব্দের অর্থ | ইংরেজি কিভাবে রিডিং পড়া শিখব 2024

 

ইংরেজি কি , ইংরেজি কিছু উক্তি, ইংরেজি কিবোর্ড, ইংরেজি কিভাবে শিখবো, ইংরেজি কিভাবে রিডিং পড়তে হয়, ইংরেজি কিছু শব্দের অর্থ


    ইংরেজি কি

    প্রিয় পাঠকবৃন্দ টাইম অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আমিও রহমতে ভালো আছি। আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইংরেজি কি সম্বন্ধে জানতে চাচ্ছেন। আর তাই আজকে আমরা আমাদের পোষ্ট টি তৈরি করেছি। আমাদের আজকের এই পোস্টে ইংরেজি সম্পর্কে যা যা থাকছেঃ সেগুলো হলোইংরেজি কি , ইংরেজি কিছু উক্তি, ইংরেজি কিবোর্ড, ইংরেজি কিভাবে শিখবো, ইংরেজি কিভাবে রিডিং পড়তে হয়, ইংরেজি কিছু শব্দের অর্থ ।আশা করছি আপনারা পুরো পোস্টটি ধৈর্য্য সহকারে পড়বেন এবং সঠিক তথ্যটি পাবেন।

     ইংরেজি কিছু উক্তি

    1. Never put off until tomorrow what can be done today.(আগামীকালের জন্য কোন কাজ ফেলে রেখ না)
    2. Practice makes perfect.
    3. A joy that’s shared is a joy made double.
    4. A joyful evening may follow a sorrowful morning.
    5. All that glitters is not gold. (চকচক করলেই সোনা হয় না)
    6. A bad workman blames his tools.
    7. A fool and his money are soon (easily) parted.
    8. A friend in need is a friend indeed. (বিপদে বন্ধুর পরিচয়)
    9. A friend to all is a friend to none. ( যে সকলের বন্ধু সে কারই বন্ধু নয়)
    10. A good beginning makes a good end.
    11. A tree is known by its fruit. ( বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়)
    12. Bad news travels fast.
    13. Beauty is only skin deep. ( A person’s character is more important than their appearance.)
    14. Birds of a feather flock together. ( চোরে চোরে মাসতুতু ভাই )
    15. Don’t bark if you can’t bite.
    16. Don’t judge a book by its cover. ( কাউকে শুধুমাত্র দেখেই বিচার কর না। ভিতরের জিনিস দেখে বিচার কর)
    17. Easy to say but difficult to do
    18. God helps those who help themselves.
    19. Good and quickly seldom meet. ( ভাল কাজ করতে সময় দরকার )
    20. Half a loaf is better than none.
    21. Health is better than wealth.
    22. In times of prosperity friends are plentiful. (সুখের সময় অনেকেই বন্ধু বটে হয়, অসময় হাই হাই কেউ কারো নয়)
    23. Kindness begets kindness. (অন্যকে দয়া কর, তুমিও দয়া পাবে)
    24. Learn to walk before you run.
    25. Love is blind. (যাকে সত্যিকারের ভালবাসা হয় তার ভূল চোখে পরে না)
    26. Man proposes, God disposes. (আল্লাহর ইচ্ছাটাই সংঘটিত হয়)
    27. Nobody is perfect (কেউ ই পরিপূর্ণ না)
    28. Nothing ventured, nothing gained
    29. Rome was not built in a day (It takes a long time to do a job properly. you should not expect to do it quickly.)
    30. Saying is one thing, doing is another (বলা এক জিনিস আর করা আর এক)
    31. Time is money (সময় সর্বাধিক মুল্যবান)
    32. Variety is the spice of life (ভিন্নতা জীবনকে আনন্দময় করে তোলে)
    33. Where there’s a will there’s a way (ইচ্ছা থাকলে উপায় হয়)

     ইংরেজি কিবোর্ড

    ইংরেজি কি , ইংরেজি কিছু উক্তি, ইংরেজি কিবোর্ড, ইংরেজি কিভাবে শিখবো, ইংরেজি কিভাবে রিডিং পড়তে হয়, ইংরেজি কিছু শব্দের অর্থ


     ইংরেজি কিভাবে শিখবো

    Vocabulary Tips: ইংরেজির ভিত্তি হোক শক্ত!

    ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। বিশ্বের সবখানে এর প্রতিপত্তি। এমনকি, ভারতের মত বহুভাষার দেশেও সবাই ইংরেজি ব্যবহার করে যোগাযোগে সুবিধার জন্যে। বাংলাদেশেও এখন বহুজাতিক বিভিন্ন গ্রুপ এবং কোম্পানির কাজে ইংরেজি ব্যবহার করতে হয়। তাই প্রাত্যহিক জীবনে ইংরেজি খুবই দরকার। আর ইংরেজি ব্যবহারের মূল ভিত্তিই হলো ভোকাবুলারি। তাই ভোকাবুলারি ভাণ্ডার বাড়াতে হলে এই কাজগুলো করা যায়:

    ১। নতুন শব্দের সন্ধানে!

    প্রতিদিন নতুন একটা ইংরেজি শব্দ শেখা এবং সেটিকে দৈনন্দিন কাজে লাগানো। তাহলে ভোকাবুলারি সমৃদ্ধ হবে। নতুন নতুন শব্দ শিখে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারো তুমিও!

    ২। ডিকশনারির ‘সঠিক’ ব্যবহার:

    এখন প্রযুক্তির কল্যাণে অনলাইনেই প্রচুর ডিকশনারি পাওয়া যায়। সেখান থেকেই হোক আর হাতের কাছের মোটা ডিকশনারিটি থেকেই হোক, কোন ইংরেজি শব্দ মনে ধরলে বা জানতে ইচ্ছে হলে ডিকশনারি থেকে এর বাংলা অর্থ খুঁজে নিতে হবে এবং সেই সাথে শব্দটির কয়েকটি ইংরেজি সমার্থক শব্দ জেনে নিতে হবে।

    ৩। বাক্য বানিয়ে শেখা:

    যে শব্দ শিখবো, সেটা নিয়ে একটা বাক্য বানিয়ে ফেলতে হবে। তাহলে তা নিয়ে একটা স্মৃতি মাথায় ঢুকে যাবে এবং শব্দটিও মনে থাকবে।

    ৪। ডায়েরি লিখে প্র্যাকটিস করা:

    ইংরেজি রাইটিং এ ভালো করার অন্যতম উপায় হচ্ছে প্রতিদিনের অভিজ্ঞতা খুবই সহজ বাক্যে ইংরেজিতে লিখে ফেলা। এক পাতাই হোক, আর আধা পাতাই হোক। ধীরে ধীরে সেই লেখা এডিট করতে করতে, পড়তে পড়তে ইংরেজি লেখায় দক্ষতা আসবে। সেক্ষেত্রে একটা ডায়েরি রেখে সেখানে অভিজ্ঞতা, বা নিজের পছন্দের উক্তি বা অন্য কোন কিছু লিখে ফেলতে হবে।

    ৫। শুরু হোক লেখালেখি!

    অনলাইনে ব্লগ, বা ফেসবুক স্ট্যাটাসে অভিজ্ঞতা লিখে চর্চা করা যাবে। “ইন্ট্রোডিউসিং ওয়ানসেলফ” থেকেই শুরু করা যায় এই রাইটিং। ফোনেও নোটস লেখা যায়। এছাড়া বিভিন্ন খবরের কাগজে লিখেও হাত শক্ত করা সম্ভব।

    ৬। সাব-টাইটেল দিয়ে মুভি দেখা:

    ইংলিশ মুভিগুলো সাবটাইটেল দিয়ে দেখলে গ্রামারও শেখা হবে, সেই সাথে স্পোকেনও! সাথে সাথে বিদেশীরা কিভাবে শুদ্ধভাবে কথা বলে সেটার একটা আইডিয়া পাওয়া যাবে। সাথে জানা যাবে কথা বলার স্টাইলটাও! এক ঢিলে দুটি নয়, অনেকগুলো পাখিই মারা যাচ্ছে এভাবে!

    ৭। অনলাইনে ইংরেজি শেখা:

    এখন ইউটিউব, গুগলে অনেক অনেক তথ্য আছে। অনেক উপায় আছে ভালো করে ইংরেজি শেখার। সেখান থেকে শিখে নিতে হবে। ইউটিউব থেকে দারুণ সব ভিডিও দেখে বা গুগলে ভালো ব্লগ সার্চ করলেও শেখা হয় ইংরেজি!

    ৮। বই পড়া:

    ইংরেজি শিখতে খুবই দরকারি হলো প্রচুর পরিমাণে ইংরেজি বই পড়া। তা হতে পারে হ্যারি পটারের মত চিত্তাকর্ষক গল্পের বই, বা ইশপ’স ফেবলস এর মত বই। নেমোনিক এর মত কিছু করতে পারলেও বেশ ভালো হয়।

    ৯। কমেন্ট্রি থেকে শেখা:

    ক্রিকেটের কমেন্ট্রি বা ধারাভাষ্য শুনে শেখা যায় এই ভাষাটি। যেহেতু সেখানে অনেক কঠিন এবং প্রায়োগিক শব্দের ব্যবহার হয়, সেহেতু কমেন্ট্রি শুনলে ইংরেজি বেশ ভালোভাবেই শেখা যাবে। এগুলো শুনে শুনে প্র্যাকটিস করলে স্পোকেন ইংলিশ শেখাটা আরো সহজ হয়ে যাবে।

    ১০। সর্বরোগের মহৌষধ: চর্চা!

    সর্বশেষ আইডিয়া হলো চর্চা! আয়নার সামনে নয়, বন্ধুদের বা পরিবারের বা আত্মীয়দের বা প্রতিবেশীদের সাথে যতক্ষণ পারা যায়, যতবার সুযোগ পাওয়া যায় ইংরেজিতে কথা বলা চর্চা করতে হবে। ভুল হলেও কোনো সমস্যা নেই। ভুল থেকেই হবে দারুণ কিছু। জড়তা পুরোপুরি ভেঙ্গে ফেলতে হবে। এক্ষেত্রে সময় বেঁধে নিয়ে বা রুটিন করে চর্চা করা যায়। যেমনঃ খাবার সময় বা স্কুল থেকে ফেরার সময়।

     ইংরেজি কিভাবে রিডিং পড়তে হয়

    কিভাবে রিডিং পড়বেন ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য

    রিডিং_এর_কন্টেন্ট : 

    ১. ইংলিশ টেক্সট বুক (১ - ১২ তম পর্যন্ত) --- ৫ বার

    ২. রিডিং ক্যাটাগরি - জিরো, ওয়ান, টু - ১০ বার করে পড়তে হবে

    ৩. তারপরে যদি কেউ চায় লিটারেচার পড়তে পারে।

    রিডিং_এর_নিয়ম :

    ১. সাইলেন্ট / আই রিডিং ডেভেলপ করতে হবে।

    ২. ডিকশনারি এভয়েড করতে হবে। 

    ৩. রিডিং স্পিড ফোকাস করতে হবে।

    ৪. আননোন ওয়ার্ড গেস করতে হবে।

    ৫. প্রতিদিন রিডিং পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কমপক্ষে ২ ঘন্টা, যাদের সময় আছে তাদের সর্বোচ্চ সময় রিডিং এ দিতে হবে।

    কখনোই_মউথ_রিডিং_বা_বিড়_বিড়_শব্দ_করে_পড়া_যাবে_না। অর্থাৎ চোখ দিয়ে পড়ব আর মন দিয়ে বুঝার চেষ্টা করব।

    রিডিং করার ক্ষেত্রে আর একটি ভুল করে থাকি, এত বেশি সিরিয়াস হই যে , যেভাবে টিচারের পড়া যে ভাবে পড়ি ঠিক সেই ভাবে পড়ি। বেশি সিরিয়াস হোয়ার কারনে আর এটা ধরে রাখতে পারি না। এক সময় রিডিং থেকে কুইট করি। তাই, বেশি সিরিয়াস না হয়ে গল্পের বই যে ভাবে পড়ে ঠিক সেই ভাবে পড়ব। বিনোদন হিসেবে নিব।

    রিডিং_ইংলিশ_যেহেতু_একটি_বরিং_লং_টাইম_স্টে_করা_কঠিন। তাই, রিডিং শুরু করার আগে একটি গোল সেট আপ করে নিতে হবে। আপনি কত দিনে রিডিং শেষ করবেন, আর দিনে কত টুকু সময় দিবেন, সেটার উপর নির্ভর করছে। প্রতিদিন যদি সেই গোল টাকে ফোকাস করেন, তাহলে লং টাইম স্টে করতে পারবেন। আর যদি কোন গোল না থাকে তাহলে রিডিং সিলেবাস শেষ করা খুব কঠিন।

    রিডিং_শুরু_করার_আগে_আপনার_কি_অবস্থা_সেটা_নোট_করে রাখুন। রিডিং শুরু করার পরে প্রতি সপ্তাহ এ নিজের এক্সাম নিজে নিজে নিবেন।

    নিজের_এক্সাম_কিভাবে_নিবেন? 

    ধরেন, একটা নিউজপেপারের আর্টিকেল পড়ে আপনি কতটুকু বুঝেছেন, সেটা লিখে রাখুন, নেক্সট উইকে আবার পড়েন অন্য একটা আর্টিকেল, সেটা কত পার্সেন্ট বুঝেন, সেটা লিখে রাখুন। এভাবে নিজের ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন। যখন নিজের ইম্প্রুভমেন্ট রিয়েলাইজ করতে পারবেন, তখন কনফিডেন্স বেড়ে যাবে।

     ইংরেজি কিছু শব্দের অর্থ 

    কিছু ইংরেজি শব্দের শেষে -s যুক্ত করলে সেগুলোর অর্থ এর পরিবর্তন ঘটে। 

    Time -সময়

    Times -বার

    New -নতুন

    News -খবর 

    Food -খাদ্য 

    Foods -খাবারের তালিকা 

    Wood -কাঠ

    Woods- বন

    Good -ভালো 

    Goods -পণ্যদ্রব্য 

    Crop -শস্য

    Crops -শস্যের প্রকারভেদ 

    Manner -পদ্ধতি 

    Manners -আচার-আচারণ 

    Custom -প্রথা

    Customs -শুল্ক 

    Return -ফিরে দেখা 

    Returns - বিবরণী 

    Colour - রঙ

    Colours -পতাকা 

    Iron -লোহা

    Irons -লোহার শিকল

    Sand -বালু

    Sands -মরুভূমি 

    Arm -বাহু

    Arms -অস্ত্র 

    Corn -ভূট্টা 

    Corns -পায়ের শিকল

    Water -পানি

    Waters-জলাশয়

     পড়া শেষ হলে Done লেখবেন।

    Tag:ইংরেজি কি , ইংরেজি কিছু উক্তি, ইংরেজি কিবোর্ড, ইংরেজি কিভাবে শিখবো, ইংরেজি কিভাবে রিডিং পড়তে হয়, ইংরেজি কিছু শব্দের অর্থ