ছত্রাক কেন পরভােজী | ছত্রাককে কেন পরভোজী বলা হয় | উওগ্যামীকে কেন হেটারােগ্যামাস জনন বলে

Safwan Alam
1

 
ছত্রাক কেন পরভােজী | ছত্রাককে কেন পরভোজী বলা হয় |  উওগ্যামীকে কেন হেটারােগ্যামাস জনন বলে

ছত্রাক কেন পরভােজী 



উত্তর : ছত্রাকের দেহকোষে বিদ্যমান প্লাস্টিডসমূহে ক্লোরােপ্লাস্ট অনুপস্থিত । ক্লোরােপ্লাস্ট উদ্ভিদকে সালােকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেকে উৎপাদনে সাহায্য করে । ছত্রাকে ক্লোরােপ্লাস্ট তথা ক্লোরােফিল না থাকায় এরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে । খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করে অর্থাৎ পরভােজী । 


উওগ্যামীকে কেন হেটারােগ্যামাস জনন বলে 


উত্তর : ক্ষুদ্রাকার , সচল , ফ্লাজেলাবিশিষ্ট গ্যামেট উওগােনিয়ামে সৃষ্ট নিশ্চল , বৃহৎ , ফ্লাজেলাবিহীন গ্যামেটকে নিষিক্ত করার প্রক্রিয়াই হলাে উওগ্যামী । উওগ্যামীতে অংশগ্রহণকৃত গ্যামেটদ্বয় বিসদৃশ বা আকার আকৃতিতে ভিন্ন হওয়ায় একে হেটারােগ্যামাস জনন বলে ।

টাগ:ছত্রাক কেন পরভােজী, ছত্রাককে কেন পরভোজী বলা হয়, উওগ্যামীকে কেন হেটারােগ্যামাস জনন বলে 

Post a Comment

1Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment