আব্রাহাম লিংকনের চিঠি, শিক্ষককে উদ্দেশ্য করে আব্রাহাম এর বিখ্যাত চিঠি। - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

আব্রাহাম লিংকনের চিঠি, শিক্ষককে উদ্দেশ্য করে আব্রাহাম এর বিখ্যাত চিঠি।

 আব্রাহাম লিংকনের  চিঠি

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বৃন্দ কেমন আছেন সবাই আশাকরি ভাল আছেন আলহামদুলিল্লাহ। আজ আমরা আপনাদের জন্য বিখ্যাত আব্রাহাম লিংকনের চিঠি উপস্থাপন করব ইনশাআল্লাহ।

আব্রাহাম লিংকন তার ছেলের জন্য বিখ্যাত চিঠি পাঠান।

প্রধান শিক্ষকের কাছে যে চিঠি পাঠানো হয় নিম্নে তা তুলে ধরা হলো। 

*প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে আব্রাহাম লিংকনের লেখা সেই বিখ্যাত চিঠি


আব
মাননীয় মহাশয়, 
আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য 
আপনার কাছে প্রেরণ করলাম. 
তাকে আদর্শ মানুষ 
হিসেবে গড়ে তুলবেন - এটাই আপনার 
কাছে আমার বিশেষ দাবি. 
আমার পুত্রকে অবশ্যই শেখাবেন - 
সব 
মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই 
সত্যনিষ্ঠ 
নয়. তাকে এও শেখাবেন, প্রত্যেক 
বদমায়েশের মাঝেও একজন বীর 
থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর 
রাজনীতিকের মাঝেও একজন 
নি:স্বার্থ 
নেতা থাকে. তাকে শেখাবেন, 
পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার 
চেয়ে একটি উপার্জিত ডলার অধিক 
মূল্যবান. এও তাকে শেখাবেন, 
কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় 
এবং কিভাবে বিজয়োল্লাস 
উপভোগ 
করতে হয়. হিংসা থেকে দুরে থাকার 
শিক্ষাও তাকে দেবেন. যদি পারেন 
নিরব হাসির গোপন সৌন্দর্য 
তাকে শেখাবেন. সে যেন 
আগেভাগেই এ কথা বুঝতে শেখে - 
যারা পীড়নকারী তাদেরকেই 
সহজে কাবু করা যায়. বইয়ের 
মাঝে কি রহস্য লুকিয়ে আছে, তাও 
তাকে বুঝতে শেখাবেন. 
আমার পুত্রকে শেখাবেন, 
বিদ্যালয়ে নকল করার 
চেয়ে অকৃতকার্য 
হওয়া অনেক বেশি সম্মানজনক. 
নিজের 
ওপর তার যেন সুমহান আস্থা থাকে. 
এমনকি সবাই যদি সেটাকে ভুলও 
মনে করে. 
তাকে শেখাবেন, ভদ্রলোকের 
প্রতি ভদ্র 
আচরণ করতে, কঠোরদের 
প্রতি কঠোর 
হতে. 
আমার পুত্র যেন এ শক্তি পায় - 
হুজুগে মাতাল জনতার পদাঙ্ক 
অনুসরণ 
না করার. সে যেন সবার 
কথা শোনে এবং তা সত্যের পর্দায় 
ছেকে যেন ভালোটাই শুধু গ্রহণ 
করে - এ 
শিক্ষাও তাকে দেবেন. 
সে যেন শিখে দু:খের 
মাঝে কিভাবে হাসতে হয়. আবার 
কান্নার মাঝে লজ্জা নেই এ 
কথা তাকে বুঝতে শেখাবেন. 
যারা নির্দয়, নির্মম 
তাদেরকে সে যেন 
ঘৃনা করতে শেখে আর অতিরিক্ত 
আরাম- 
আয়েশে থেকে সাবধান থাকে. 
আমার পুত্রের প্রতি সদয় আচরণ 
করবেন 
কিন্তু সোহাগ করবেন না, 
কেননা আগুনে পুরেই ইস্পাত 
খাটি হয়. 
আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার 
সাহস না থাকে, থাকে যেন 
সাহসী হওয়ার ধৈর্য. তাকে এ 
শিক্ষাও 
দেবেন - নিজের প্রতি তার যেন 
সুমহান 
আস্থা থাকে আর তখনই তার 
সুমহান 
আস্থা থাকবে মানব জাতির প্রতি. 
ইতি 
আপনার বিশ্বস্ত 
আব্রাহাম লিংকন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url