কত বড় আমি কহে নকল হীরাটি তাইতাে সন্দেহ করি নহ ঠিক খাটি ভাবসম্প্রসারণ | কত বড় আমি কহে নকল হীরাটি ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

কত বড় আমি কহে নকল হীরাটি তাইতাে সন্দেহ করি নহ ঠিক খাটি ভাবসম্প্রসারণ | কত বড় আমি কহে নকল হীরাটি ভাবসম্প্রসারণ

 কত বড় আমি কহে নকল হীরাটি 
 তাইতাে সন্দেহ করি নহ ঠিক খাটি 

 ভাব - সম্প্রসারণ : সমাজে যার কোনাে দান নেই সেই বরং নিজেকে জাহির করতে চায় গলাবাজি করে । কিন্তু সচেতন মানুষ তা সহজেই বুঝতে পারে এবং মুখ টিপে হাসে । মানুষ সমাজবদ্ধভাবে বাস করে । মানুষের মাঝে ভালাে - খারাপ দুই প্রকারই সমাজে বাস করে । সমাজ বা মানুষের কল্যাণ কামনা করা ভালাে মানুষের লক্ষণ । সে সবসময় চিন্তা করে মানুষের শুভ কামনা । অথচ সে তা প্রকাশ করতে চায় না । তার প্রশংসা মানুষের মুখে প্রকাশ পায় । আর খারাপ লােক সবসময় মানুষের মন্দ , সমাজের মন্দ করার চিন্তাভাবনা করে । আর প্রকাশ করতে থাকে আমি মানুষ সমাজের ভালাে কাজ করছি । এটা আসলে ঘৃণার যােগ্য । সমাজের মাঝে যে ভালাে কাজ করে তার প্রকাশ মানুষের মুখে মুখে । খারাপ লােক নিজেকে প্রকাশ করতে উন্মুখ হয়ে থাকে । কীভাবে নিজের কৃতিত্ব প্রকাশ করতে পারবে তার জন্য চেষ্টা করতে থাকে । যেমন নকল হীরা নিজেকে খাটি বলে বেড়ায় । আর এর জন্য খাটি হীরা নিজেকে খাটি বলতে কুণ্ঠাবােধ করে । খারাপ আছে বলে ভালাের দাম আছে । মন্দ না থাকলে আমরা ভালাের মর্ম বুঝতে পারতাম না । মন্দের বা খারাপের মিথ্যা বড়াই করাটাই ভালাের দাম । সত্যিকার ভালাে কখনাে নিজেকে নিয়ে বড়াই করে না । মানুষ তার গুণগান করে । ভরা কলস যেমন শব্দ করে বাজে না তেমনি যাদের দানে সভ্যতার বিকাশ তারা কখনাে তাঁদের মহিমা প্রচার করেন না । আর খালি কলস যেমন বেশি বাজে তেমনি গুণহীন ব্যক্তি নিজের ঢােল নিজে পিটিয়েই হয়রান হয় । কেউ তা শােনে না ; বরং কানে তুলা দিয়ে রাখে দূষণের ক্ষতি থেকে বাঁচতে ।

টাগঃ কত বড় আমি কহে নকল হীরাটি    তাইতাে সন্দেহ করি নহ ঠিক খাটি ভাবসম্প্রসারণ,কত বড় আমি কহে নকল হীরাটি ভাবসম্প্রসারণ 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)