সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন ‌| কিসের জন্য সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন

Anonymous
0


    সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন

    সুলতান মাহমুদ  ১৭ বার ভারত আক্রমণ করেছিল । ১০০৯ থেকে ১০২৭ সালের মধ্যে মাহমুদ ১৭ বার ভারত আক্রমণ করে।

    সপ্তম শতকে ভারতে প্রথমে আরব বণিকদের মাধ্যমে ইসলাম প্রবেশ করে। তাদের সঙ্গে আসেন শান্তি-ভ্রাতৃত্বের ধর্ম প্রচারকেরাও। এরপর অষ্টম শতকের প্রথম দিকে প্রথম সামরিক অভিযান (৭১২) হয় সিন্ধুপ্রদেশে, নেতৃত্ব দেন তরুণ মুহম্মদ বিন কাসিম (৭১২-১৫)। আরবীয়দের সিন্ধুবিজয় ভারতের রাজনৈতিক ইতিহাসে খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সৃষ্টি করতে পারেনি। ইসলামও সিন্ধুদেশের সীমা অতিক্রম করে তখন ভারতীয় সার্বিক জীবনকে স্পর্শ করতে পারেনি। সিন্ধু অভিযানের প্রায় আড়াই শতক পর দশম শতকের মধ্যভাগে আফগানিস্থানের সুলাইমান পার্বত্য অঞ্চলের গজনীতে চরিত্রবান ও কর্মঠ আলপ্তগীন (৯৬২-৯৭৬) এক স্বাধীন রাজ্য স্থাপনে সক্ষম হয়েছিলেন। তিনি ছিলেন সামানিদ বংশের পঞ্চম সুলতান আবদুল মালেকের ক্রীতদাস। আলপ্তগীন দক্ষতার সঙ্গে ১৪ বছর রাজত্ব করে মৃত্যুবরণ করলে তাঁর পুত্র আবু ইসহাক সিংহাসনে বসেন। কিন্তু অল্পকালের মধ্যেই তাঁর প্রয়াণ ঘটলে ৯৭৫ সালে পীরাই সিংহাসন লাভ করেন। সীমান্তবর্তী গজনী রাজ্যের ক্রমশ ক্ষমতা বৃদ্ধিতে আতঙ্কিত হয়ে উত্তর-পশ্চিম ভারতে শাহী রাজবংশের পরাক্রান্তশালী রাজা জয়পাল গজনী আক্রমণ করেন, কিন্তু তাঁর এই গজনী, আক্রমণের প্রয়াস সম্পূর্ণ ব্যর্থ হয়।১ এরপর গজনীতে পীরাই-এর শাসন অপ্রিয় হয়ে উঠলে তিনি জনগণের দ্বারা সিংহাসন চ্যুত হন।২



    কিসের জন্য সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন 


    712 খ্রিস্টাব্দে নিয়ত আরবি মুসলমানেরা মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে অভিযান করেন।এরমধ্যে ওয়ারদি ব্যবসায়ীরাও পর্যটক রাষ্ট্রীয় সপ্তম অষ্টম শতকে ভারতে।এর থেকে আমরা বুঝতে পারি যে ভারতের সঙ্গে ইসলামের পরিচয় রাজ্য বিস্তারের আগেই ছিল। আরব শক্তি সিন্ধু প্রদেশের মুলতান উত্তর-পশ্চিম ভারতের কিছু অঞ্চল দখল করে নেয়। মুহাম্মদ বিন কাসিমের মৃত্যুর পর তাঁর এই অঞ্চলগুলো ধীরে ধীরে সরে যেতে থাকে। আরবরা ভারতে নবম শতাব্দীর শেষের দিকে অভিযান বন্ধ করে দেয়। এবারফারুকদের পর একটি মুসলমান শক্তির তুর্কিরা ভারতের সম্পদ থেকে ভারত আক্রমণ করতে উৎসুক হয়।খ্রিষ্টীয় একাদশ ও দ্বাদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে বিজয় অভিযানে আসেন দুইজন তুর্কি শাসক গজনীর সুলতান মাহমুদ এবং ঘুড়ির শাসক মুইজউদ্দিন মহম্মদ বিন সাম্ বা মোহাম্মদ ঘুরী। অবশ্য তাদের দুজনের প্রত্যেকেরই উদ্দেশ্য ছিল আলাদা।কিন্তু আমরা উপরিক্ত বাক্যটিতে সুলতান মাহমুদের আনুমানিক হাজার খিষ্টাব্দে থেকে হাজার 727 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 বার ভারত আক্রমন পিছনে যে প্রকৃত বলতে বলা হয়েছে তার বিষয়ে যে প্রকৃত কারণগুলো বলে আমার মনে হয়- ১) অর্থ লাভ: সমকালীনহিন্দু মন্দির গুলি প্রচুর ধনরত্ন দ্বারা পূর্ণ ছিল সেই মন্দির গুলি থেকে মূর্তিসহ কোটি কোটি স্বর্ণমুদ্রাসহ সেগুলির মধ্যে ব্যয় করেন। ২) ইসলামের প্রচার: কথিত রয়েছে যে,সুলতান মাহমুদ খলিফার কাছ থেকে উপাধি নেওয়ার সময় ' ইসলাম' ইসলাম ধর্ম প্রচারের শপথ নেন। ৩) সেনাদল পোষণ: মধ্যএশিয়ার সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে গঠিত বিশাল সেনাবাহিনী পোষণের জন্য তিনি ভারতের সম্পদ লাভ করতে চেয়েছিলেন।



    Tag:সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন ‌| কিসের জন্য সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন 

    Post a Comment

    0Comments

    প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

    Post a Comment (0)