অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান ভাবসম্প্রসারণ | অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান | ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান ভাবসম্প্রসারণ | অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান | ভাবসম্প্রসারণ

অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান 

 ভাব - সম্প্রসারণ : একটি শক্তিশালী তরবারির চেয়ে একটি কলম আরও বেশি শক্তিশালী । কেননা মসি অর্থাৎ কলম সভ্যতা , বিজ্ঞান , উন্নতি সবকিছুর ধারক এবং বাহক । লেখকের কলমের ক্ষমতা সামরিক যুদ্ধজয়ী মানুষের তুলনায় অধিক ক্ষমতার অধিকারী । বিশ্বের মহতি সমরনায়করা অনেক রাষ্ট্র জয় করেছেন । কিন্তু তাদের মানুষের মনের ওপর খুব কম প্রভাব ছিল । তাদের বিশাল সাম্রাজ্যগুলাে কালক্রমে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল । কিন্তু হােমার , অ্যারিস্টটল , প্লেটো , টলস্টয় , শেক্সপিয়র এবং অন্যান্য লেখকের লেখা বইগুলাের সকল যুগের মানুষের ওপর অধিকতর প্রভাব রয়েছে । শুধু দার্শনিক , চিন্তাবিদ , রাজনীতিবিদ , লেখক এবং অন্য বুদ্ধিজীবীরাই পৃথিবী পরিচালনা করেছেন । সামরিক সমরনায়কদের তরবারি সেখানে অচল । তরবারি ক্ষমতার প্রতীক , ভয়ের প্রতীক ; কিন্তু লেখকের কলম মনের ওপর মানুষের অসীম ক্ষমতার প্রতীক । কলম দ্বারা সমাধাকৃত কাজ তরবারি দ্বারা সমাধা করা সম্ভব নয় । শারীরিক শক্তি একটি জাতিকে জয় করতে পারে , কিন্তু তাকে শাসন করতে পারে না । শুধু কলমই পৃথিবীর মানব হৃদয় শাসন করতে পারে । অসি অর্থাৎ তরবারির ক্ষমতা অত্যধিক তাতে কোনাে সন্দেহ নেই । মারণাস্ত্রের দ্বারা শত্রু দমন হয় , মুহূর্তে লাখ লাখ প্রাণ বিনষ্ট হয় , এমনকি গােটা দেশও সমূলে ধ্বংস হয় । আপাতদৃষ্টিতে অসি অনেক শক্তিশালী মনে হয় । কিন্তু অসি অপেক্ষা মসির ক্ষমতা নগণ্য মনে হলেও প্রকৃতপক্ষে তা সত্য নয় । বিশ্বের ইতিহাস পর্যালােচনা করলে দেখা যায় হালাকু খান , চেঙ্গিস খান , নাদির শাহ , হিটলার প্রমুখ তাদের মারণাস্ত্রের আঘাতে রক্তের বন্যা বইয়ে দিয়ে দিগ্বিজয়ী বীরের আখ্যায় আখ্যায়িত হলেও ইতিহাসে তারা অক্ষয় আসন লাভ করতে ব্যর্থ হয়েছেন । তাদের কার্যক্রম নৃশংস কলঙ্কিত বিধায় তারা । ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছেন । কিছুদিনের জন্য প্রভাব বিস্তার করলেও মৃত্যুর পর তারা নিন্দিত , ধিকৃত হয়েছেন এবং চিরতরে হারিয়ে গেছেন বিস্মৃতির অতল অন্ধকারে । অন্যদিকে লেখনীর আঘাতে বাহুবলে বলীয়ান রাজার মাথার মুকুট কত যে ধুলায় গড়িয়ে পড়েছে , ফরাসি বিপ্লবের কাহিনি তারই জ্বলন্ত নিদর্শন । রুশাে , ভলটেয়ার প্রমুখ সুলেখকের প্রেরণায় সেই আশ্চর্য ঘটনা সংঘটিত হয় । সুকবির রচনার গুণেই দিগ্বিজয়ীর ক্ষণস্থায়ী জয়ের কাহিনি মানুষের কাছে অমর হয়ে থাকে । অতএব নিঃসংশয়ে বলা যায় , বাহুবলের চেয়ে কলমের শক্তি সবসময়ই বেশি ।

Tag: অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান ভাবসম্প্রসার, | অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান,ভাবসম্প্রসারণ

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)