মকর রাশির মানুষের চরিত্র | মকর রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য,

Anonymous
0
মকর রাশির মানুষের চরিত্র , মকর   রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য,

    মকর রাশির মানুষের চরিত্র

    আসসালামুআলাইকুম প্রিয় পাঠকবৃন্দ আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ আমরা আপনাদের মাঝে মকর   রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য,  মকর রাশির মানুষের চরিত্র কেমন হয় সেই সম্পর্কে কিছু তথ্য আপডেট দিব। আশাকরি আমাদের এই তথ্যটি আপনাদের ভালো লাগবে।

    মকর রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য,  

    মকর রাশির মানুষেরা স্বভাবত আরামপ্রিয়, ধীরস্থির এবং নিঃসঙ্গ থাকতে ভালবাসে। অবসাদ, বৈরাগ্য, উদাসিনতা, সন্দেহ প্রবণতা এদের চরিত্রের লক্ষণীয় বিষয়। এমনকি বন্ধুরাও সব সময় এদেরকে এড়িয়ে চলতে চেষ্টা করে। এরা সহিষ্ণু, পরিশ্রমী, জেদি, ঈশ্বরবিশ্বাসী ও পরোপকারী হয়। এরা অল্পে সন্তুষ্ট হয়, তবে ব্যক্তিগত ও পেশাগত জীবনে অনেক চড়াই-উতরাই পার হতে হয়। উদাসীনতার কারণে এরা কখনও শ্রমশীল আবার কখনও শ্রম বিমুখ হয়। যেকোনো রহস্যজনক বিষয়ের প্রতি এদের ঝোঁক সবচাইতে বেশী। চেষ্টা করলে বিজ্ঞান, গণিতবিদ্যা, যন্ত্রবিদ্যা, লোহা বা কয়লার ব্যবসা, টেকনিক্যাল কাজ প্রভৃতি এদের জীবনে সফলতা এনে দিতে পারে। এদের স্বাস্থ্য মোটামুটি অবস্থায় থাকে, চেহারায় অকালে বার্ধক্যের ছাপ দেখা যায়, শেষ জীবনে একসাথে একাধিক রোগে ভুগতে হতে পারে। এদের জীবনদৃষ্টি অন্যদের তুলনায় আলাদা।

    Tag:মকর রাশির মানুষের চরিত্র , মকর   রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য,  


    Tags

    Post a Comment

    0Comments

    প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

    Post a Comment (0)