ভাত দে হারামজাদা কবিতা | ভাত দে হারামজাদা রফিক আজাদ | ভাত দে হারামজাদা তা না হলে মানচিত্র খাব
ভাত দে হারামজাদা কবিতা | ভাত দে হারামজাদা রফিক আজাদ | ভাত দে হারামজাদা তা না হলে মানচিত্র খাব রফিক আজাদ কবিতা lyrics
ভাত দে হারামজাদা -রফিক আজাদ-
ভীষণ ক্ষুধার্ত আছিঃ উদরে , শারীর বৃত্ত ব্যেপে
অনুভূত হতে থাকে প্রতিপলে সর্বগ্রাসী ক্ষুধা !
অনাবৃস্টি যেমন চৈত্রের শষ্যক্ষেত্রে জেলে দ্যায়
প্রভূত দাহন তেমনি ক্ষুধার জ্বালা , জ্বলে দেই
দু'বেলা দু'মুঠো পেলে মােটে নেই অন্যকোন দাবি ,
অনেকে অনেক - কিছু চেয়ে নিচ্ছে , সকলেই চায়ঃ
বাড়ি , গাড়ি , টাকাকড়ি কারাের বা খ্যাতির লােভ আছে
; আমার সামান্য দাবিঃ পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর
ভাত চাই এই চাওয়া সরাসরি ঠাণ্ডা বা গরম ,
সরু বা দারুণ মােটা রেশনের লাল চালে হ'লে
কোনাে ক্ষতি নেই- মাটির শানকি ভর্তি ভাত চাই ;
দু'বেলা দু'মুঠো পেলে ছেড়ে দেবাে অন্য সব দাবি !
অযৌক্তিক লােভ নেই , এমনকি , নেই যৌন - ক্ষুধা
চাইনি তােঃ নাভিনিমে পরা শাড়ি , শাড়ীর মালিক ;
যে চায় সে নিয়ে যাক - যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও
জেনে রাখােঃ আমার ওসবে কোনাে প্রয়ােজন নেই
যদি না মেটাতে পারাে আমার সামান্য এই দাবি ,
তােমার সমস্ত রাজ্যে দক্ষযজ্ঞ কাণ্ড ঘটে যাবে ;
টাগঃ ভাত দে হারামজাদা কবিতা,ভাত দে হারামজাদা রফিক আজাদ,ভাত দে হারামজাদা তা না হলে মানচিত্র খাব