দাও ফিরে সে অরণ্য লও এ নগর | দাও ফিরে সে অরণ্য | ভাবসম্প্রসারণ



দাও ফিরে সে অরণ্য লও এ নগর 


 ভাব - সম্প্রসারণ : বিলাসী নগরজীবন যখন নানা কারণে দুর্বিষহ হয়ে হয়ে ওঠে , তখন সচেতন মনে ধ্বনিত হয় দাও ফিরে সে অরণ্য , লও এ দাও ফিরে সে অরণ্য , লও এ নগর । নগর । ' এখানে ‘ অরণ্য ' বলতে প্রকৃতিনির্ভর জীবন বা natural life আর নগর ’ বলতে কৃত্রিম জীবন বা artificial life- কে বােঝানাে হয়েছে । প্রকৃতির সবকিছু পরস্পর বন্ধনে আবদ্ধ এবং পরস্পর নির্ভরশীল । গাছপালা , লতাগুল্ম একান্ত আপনার মতাে মায়া - মমতায় জড়িয়ে থাকে । প্রকৃতির মধ্য , প্রকৃতির কোলে যারা বাস করে তারা প্রকৃতিনির্ভর । তারা প্রকৃতির মতােই স্বচ্ছ , প্রশান্ত , উদার ও মহৎ । তাদের জীবন সহজ পাশে থাকে পাহাড় - ঝরনা - নদী - সমতলভূমি - শস্যভূমি । স্নিগ্ধ - প্রশান্ত - পবিত্রতার স্পর্শ সর্বত্র । সর্বত্র প্রাণের বিস্তার , স্বতঃস্ফূর্ততার প্রবাহ ও সরল , কিন্তু উচ্ছল ও প্রাণবন্ত । সেখানে কোনাে কৃত্রিমতা নেই অর্থাৎ মিথ্যা নেই , ষড়যন্ত্র নেই , প্রতারণা নেই , জটিলতা নেই । স্নেহ - মায়া - মমতায় , শ্রদ্ধা - ভালােবাসায় জড়ানাে গ্রামজীবন তাই পরিচ্ছন্ন , শান্তিময় , নিরাপদ ও সুখের আশ্রয় । সেখানে বিশুদ্ধ বায়ুপ্রবাহ , সতেজ শাকসবজি আনন্দমুখর নির্মল জীবন । পাকা রাস্তাঘাট ও বিদ্যুতের ছোঁয়া পেলেও এখনও গ্রামজীবন প্রকৃতিনির্ভর । অন্যদিকে নগর বা নাগরিক জীবনের পুরােটাই কৃত্রিম । এখানে প্রাকৃতিক পরিবেশ যেমন নেই , তেমনি প্রকৃতি - নির্ভরতাও নেই । কেননা মানুষ বন । কেটে , উঁচু ভূমি কেটে , নদীকে শাসন করে নির্মাণ করে নগর । দালানকোঠা , পাকা রাস্তাঘাট , কল - কারখানার বর্জ্য , ধুলাবালি , নানা রকম শয়ে পরিপূর্ণ নগরজীবন । দালানকোঠায় বাস করা মানুষগুলাের মানসিকতাও কৃত্রিম । একতলার সাথে আরেক তলার , এক বাড়ির সাথে আরেক বাড়ির তেমন কোনাে সম্পর্ক নেই । সবাই যার যার কাজ নিয়ে এত ব্যস্ত যে কারও সাথে গল্পগুজবের সুযােগ নেই । কেমন যেন মায়া - মমতাহীন , স্নেহ ভালােবাসাহীন কৃত্রিম পরিবেশ । গাছপালাহীন রুক্ষ - ধূসর পরিবেশে মানুষের জীবনও সীমাবদ্ধ , প্রাণহীন , রুক্ষ । বয়ে যাওয়া নদী - নালাও স্রোতহীন , ময়লা - আবর্জনায় রুদ্ধ দুর্গন্ধময় । এখানে বিশুদ্ধ বাতাসের অভাব , সতেজ খাবারের অভাব , প্রাণােচ্ছল জীবনের অভাব । সবকিছু দূষিত , কৃত্রিমতায় ভরা । এসব দমবন্ধ করা পরিবেশে মানুষ হাঁপিয়ে উঠেছে । তারা সজীব , শ্যামল , প্রাণবন্ত প্রাকৃতিক জীবন চায়— অরণ্যের প্রশান্ত কোল প্রার্থনা করে । উদার , স্বচ্ছন্দ , জীবন্ত পরিবেশে প্রাণভরে শ্বাস নিতে চায় । তাজা গাছপালা , তাজা বর্ণময় ফুল দেখতে চায় । তাজা ফল , তাজা খাবার খেতে চায় । সর্বোপরি নির্মল ও প্রাণােচ্ছল জীবন - যাপন করতে চায় । তাই তাে মানুষ সচেতন ও স্বতঃস্ফূর্তভাবেই উচ্চারণ করে— দাও ফিরে সে অরণ্য , লও এ নগর ।

Tag : দাও ফিরে সে অরণ্য লও এ নগর, দাও ফিরে সে অরণ্য, ভাবসম্প্রসারণ