জোটে যদি মােটে একটি পয়সা খাবার কিনিও ক্ষুধার লাগি ভাবসম্প্রসারণ | জোটে যদি মােটে একটি পয়সা খাবার কিনিও ক্ষুধার লাগি দুটি জোটে যদি একটিতে ফুল কিনে নিও হে অনুরাগী ভাবসম্প্রসারণ | জোটে যদি মােটে একটি পয়সা - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

জোটে যদি মােটে একটি পয়সা খাবার কিনিও ক্ষুধার লাগি ভাবসম্প্রসারণ | জোটে যদি মােটে একটি পয়সা খাবার কিনিও ক্ষুধার লাগি দুটি জোটে যদি একটিতে ফুল কিনে নিও হে অনুরাগী ভাবসম্প্রসারণ | জোটে যদি মােটে একটি পয়সা

জোটে যদি মােটে একটি পয়সা  খাবার কিনিও ক্ষুধার লাগি ভাবসম্প্রসারণ | জোটে যদি মােটে একটি পয়সা  খাবার কিনিও ক্ষুধার লাগি   দুটি জোটে যদি একটিতে ফুল  কিনে নিও হে অনুরাগী ভাবসম্প্রসারণ | জোটে যদি মােটে একটি পয়সা


 জোটে যদি মােটে একটি পয়সা 
খাবার কিনিও ক্ষুধার লাগি 
 দুটি জোটে যদি একটিতে ফুল
 কিনে নিও হে অনুরাগী 

ভাব - সম্প্রসারণ : অর্থনীতিক কাঠামাে গড়ে উঠেছে প্রয়ােজনের দিক লক্ষ রেখে । মানুষের প্রধান উপাদান খাদ্য । দেহের ক্ষুধা মেটাতে যেমন খাদ্য প্রয়ােজন তেমনি মনেরও ক্ষুধা আছে , সৌন্দর্যবােধ আছে তার জন্য প্রয়ােজন ফুলের সৌরভ । মানুষের জীবনে বেঁচে থাকার জন্য প্রয়ােজন খাদ্যের । খাদ্য ছাড়া বেঁচে থাকার কথা চিন্তাই করা যায় না । আর এই খাদ্য সংগ্রহের জন্য মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করছে । খাদ্য জোগাড়ের তাগিদে মানুষ ছুটে চলেছে দেশ হতে দেশান্তরে । জীবনের এই সত্যকে কোনােভাবেই অস্বীকার করার উপায় নেই । পৃথিবীতে মানুষকে বেঁচে থাকতে হলে খাদ্যের পিছনে ছুটতেই হবে । ছুটতে ছুটতে মানুষ কখনােবা ক্লান্তি অনুভব করে । তাই পেটের ক্ষুধা নিবৃত্তি হলেই মানুষের জীবনের সব দিক পাওয়া হয়ে যায় না । মানুষের জীবনের সব আশা পূরণ হয়ে যায় না । দুমুঠো ভাত জোগাড় করায় কি মানুষের জীবনে সব সার্থকতা ? এ প্রসঙ্গে ইংরেজিতে একটি প্রবাদ আছে " Man cannot live by bread alone " , মানুষ শুধু ক্ষুধার রুটি জোগাড় করেই বাঁচতে পারে না । জীবনে বাচার মতাে বাঁচতে হলে প্রয়ােজন মানসিক আনন্দের । মানসিক আনন্দ দিতে পারে সৌন্দর্যবােধ ও সুকুমার অনুভূতি । আর এই আনন্দের জন্যে পাখির গান , প্রবহমান স্রোত , ফুল একান্ত প্রয়ােজন । তাই এখানে বলা হয়েছে জীবনধারণের ব্যবস্থার পরেই মানুষের আনন্দের প্রয়ােজন । প্রয়ােজন সৌন্দর্য বােধের , প্রয়ােজন মানসিক শান্তির । আর এই মানসিক শান্তির প্রতীক হিসেবে ফুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । ফুলের সৌন্দর্যকে সকলে ভালবাসে । ফুল সৌন্দর্যের প্রতীক । একজন গৃহস্থের বাড়িতে গেলে ফুলের বাগান দেখে তার রুচির ধারণা পাওয়া যায় । তাই প্রতিটি মানুষের উচিত বেঁচে থাকার জন্য আহার জোগাড়ের পরই মনের সৌন্দর্যকে ফুটিয়ে তােলা । আর এজন্য খাদ্যের জোগাড়ের পরই আমাদের জোগাড় করতে হবে ফুল । ক্ষুধা নিবৃত্তির পরই মানুষের প্রয়ােজন হয় হৃদয়বৃত্তি আর দুটোর ভূমিকাই বিকাশের ক্ষেত্রে অনন্য । তাই উভয় প্রয়ােজনের দিকেই আমাদের দৃষ্টি রাখতে হবে ।

টাগ: জোটে যদি মােটে একটি পয়সা  খাবার কিনিও ক্ষুধার লাগি ভাবসম্প্রসারণ, জোটে যদি মােটে একটি পয়সা  খাবার কিনিও ক্ষুধার লাগি   দুটি জোটে যদি একটিতে ফুল  কিনে নিও হে অনুরাগী ভাবসম্প্রসারণ, জোটে যদি মােটে একটি পয়সা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url