ঢাকা জেলার মানচিত্র |

ঢাকা জেলার মানচিত্র


    ঢাকা জেলার মানচিত্র 

    ঢাকা জেলা

    ঢাকা জেলা (ঢাকা বিভাগ) আয়তন: ১৪৯৭.১৭ বর্গ কিমি। অবস্থান: ২৩°৫৩´ থেকে ২৪°০৬´ উত্তর অক্ষাংশ এবং ৯০°০১´ থেকে ৯০°৩৭´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে গাজীপুর ও টাঙ্গাইল জেলা, দক্ষিণে মুন্সিগঞ্জ জেলা, পূর্বে নারায়ণগঞ্জ জেলা, পশ্চিমে মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলা।


    জনসংখ্যা ৮৫১১২২৮; পুরুষ ৪৭১২৩৩০, মহিলা ৩৭৯৮৮৯৮। মুসলিম ৮০২০৩৭২, হিন্দু ৪৪১২১৩, বৌদ্ধ ৪১৩৯৫, খ্রিস্টান ৬৫৬৫ এবং অন্যান্য ১৬৮৩।


    জলাশয় পদ্মা, বুড়িগঙ্গা, ইছামতি, ধলেশ্বরী, তুরাগ, বংশী, কালীগঙ্গা, গাজীখালী, কলমাই নদী; তুলসী খলকী খাল, আওনার খাল, ভাঙাভিটা খাল এবং রঘুনাথপুর বিল ও বেতলাই বিল উল্লেখযোগ্য।


    প্রশাসন ১৮৬৪ খ্রিস্টাব্দে ঢাকা মিউনিসিপ্যালিটি গঠিত হয় এবং ১৯৬০ সালে এটিকে টাউন কমিটিতে রূপান্তর করা হয়। ১৯৭২ সালে টাউন কমিটি বিলুপ্ত করে পৌরসভায় রূপান্তর করা হয় এবং ১৯৮৩ সালে একে মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয়। ১৯৯০ সালে ঢাকা শহরকে সিটি কর্পোরেশন রূপান্তর করা হয়।




    Tag: ঢাকা জেলার মানচিত্র