যে সহে সে রহে ভাবসম্প্রসারণ | যে সহে সে রহে | ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

যে সহে  সে রহে ভাবসম্প্রসারণ | যে সহে  সে রহে | ভাবসম্প্রসারণ

যে সহে  সে রহে 

ভাব - সম্প্রসারণ : বৈরী শক্তির সাথে যুদ্ধে আঘাত পেয়েও যে সহ্য করে সেই চূড়ান্ত জয়লাভ করে । প্রকৃতিবিজ্ঞানী ডারউইনের ' Survival of the fittest ' তত্ত্ব পর্যালােচনা করলে দেখা যায় , মানুষ তথা জীবজগৎকে নিরন্তর ঝড় - ঝঞা , ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে বহু ত্যাগ - তিতিক্ষার পর নানাবিধ প্রতিকূল অবস্থার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয়েছে । অনেক কষ্ট করে ক্ষুধার অন্ন জোগাড় করতে হয়েছে , বন্য হিংস্র প্রাণীর হাত থেকে আত্মরক্ষা করতে হয়েছে । দীর্ঘকালের জীবনসংগ্রামে মানবজাতির অনেক শাখা পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়েছে । যারা টিকে আছে , একমাত্র সহনশীলতার মাধ্যমে যােগ্যতা অর্জনের জন্যই তারা পৃথিবীতে টিকে আছে । বিভিন্ন আঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে মানুষ কেবল অধ্যবসায় দ্বারাই প্রতিষ্ঠা লাভ করেছে । অনেক ত্যাগ , অনেক সংগ্রামের পরই মানুষের আজকের অবস্থান । অতীতে আজকের সভ্য মানুষ ছিল গুহাবাসী , পরিধান করত গাছের পাতা , বাকল , ঝলসে খেত কাঁচা মাংস । একে একে আবিষ্কার করেছে তারা আগুন , পরিধান করেছে বস্ত্র , আবিষ্কার করেছে আজকের সভ্য সমাজ । আজ যে সুসভ্য মানুষ টিকে আছে এটা একমাত্র সহনশীলতার ফলেই সম্ভবপর হয়েছে । তাইতাে এ জগৎসংসারে সুখের স্থান আছে , তবে তা দুঃখের পাশাপাশি । দুঃখকে জয় না করলে কেউ সুখের মুখ দেখতে পায় না । সুখের মুখ দেখতে হলে দুঃখকে সহ্য করতে হয় । দুঃখ - দারিদ্র্য ও অভাব - অভিযােগের কাছে যে ব্যক্তি মাথা নত করে তার জন্য এটা অভিশাপ । সহনশীল ব্যক্তি অনবরত সংগ্রাম করে ক্রমশ বন্ধুর পথ পেরিয়ে জয়ের পথে অগ্রসর হয় । সে কখনাে কোনাে বাধাবিপত্তির কাছে মাথা নত করে না । অসহিষ্ণুতার মাধ্যমে মানবজীবনে কোনাে সাফল্য লাভই সম্ভব নয় । এর ফলে মানুষ হয়ে পড়ে হতাশাগ্রস্ত । যারা নিয়তির ওপর ভরসা করে জীবনযাত্রা অতিবাহিত করতে চায় , তারা পৃথিবীতে কখনাে ভালাে কোনাে অবদান , কিংবা ভালাে কিছু সৃষ্টি করতে পারে না । তার নিজের অবস্থানকে সুদৃঢ় করতে পারে না । এখানে দুর্বলের কোনাে স্থান নেই । জগৎসংসারে দুর্বল সর্বদাই প্রবল পরাক্রমের কাছে পরাজিত হয় । তাই নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সংগ্রামে লিপ্ত হতে হবে , ধৈর্যের সঙ্গে মােকাবিলা করতে হবে নানা ঘাত - প্রতিঘাতকে । তাইতাে কথায় আছে , “ একবার না পারিলে দেখ শতবার ” । ধৈর্যের সাথে বারবার চেষ্টার মাধ্যমে সফলতা একদিন আসবেই । কারণ সবুরে মেওয়া ফলে । মানুষ তার ভাগ্যের স্রষ্টা । বস্তুতপক্ষে এ সংসারে যার ঘাত - প্রতিঘাতের বিরুদ্ধে সংগ্রাম করার যােগ্যতা আছে তারই বেঁচে থাকার অধিকার আছে । ধৈর্যের সঙ্গে বৈরী পরিবেশ - পরিস্থিতির বিরুদ্ধে সংগ্রাম করে আঘাত সহ্য করে প্রতিঘাত দিয়ে টিকে থাকার মধ্যেই সার্থকতা ।

টাগ: যে সহে  সে রহে ভাবসম্প্রসারণ, যে সহে  রহে ভাবসম্প্রসারণ

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)