বিজারক শর্করা বলতে কি/কী বুঝায় | বিজারক শর্করা কি

Safwan Alam
0

বিজারক  শর্করা বলতে কি/কী বুঝায় | বিজারক  শর্করা কি

বিজারক  শর্করা বলতে কি/কী বুঝায় 

উত্তর : যেসব কার্বোহাইড্রেটের অ্যালডিহাইড ও কিটোন মূলক মুক্ত অবস্থায় থাকে তাদেরকে বিজারক শর্করা বলে । এদের প্রাথমিক অবস্থায় কোন আর্দ্র বিশ্লেষণের প্রয়ােজন হয় না । এরা অন্য যৌগকে বিজারিত করতে পারে । এরা সহজেই কতিপয় যৌগের সাথে জারিত হয়ে যায় এবং ঐ যৌগ বিজারিত হয় । যেমন : গ্লুকোজ , ফুক্টোজ ইত্যাদি বিজারক শর্করা ।

টাগঃ বিজারক  শর্করা বলতে কি/কী বুঝায় | বিজারক  শর্করা কি 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)