স্ফেরোমিটার, সূত্র, লদ্ধ একক কাকে বলে | মৌলিক একক কি/কী
Chapter 1 এর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
স্ফেরোমিটার কাকে বলে
উত্তরঃ যে যন্ত্রের সাহায্য গোলীয় তল তথা বক্রতার ব্যাসার্ধ পরিমাপ করে গোলকের আয়তন ও গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপ করা যায় তাই স্ফেরোমিটার।
মৌলিক একক কি/কী
উত্তরঃমৌলিক রাশির এককই হচ্ছে মৌলিক একক।
সূত্র কাকে বলে
উত্তরঃ কোন বৈজ্ঞানিক তত্ত্ব পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সঠিক প্রমাণিত হলে যখন একটি উক্তির মাধ্যমে এটি প্রকাশ করা হয় তখন তাকে সূত্র বলে।
লদ্ধ একক কাকে বলে
উত্তরঃ লদ্ধ রাশির একক হলো লদ্ধ একক।মূল মৌলের এককের সমন্বয়ে যে একক পাওয়া যায় তাকে লদ্ধ একক বলে।
টাগঃস্ফেরোমিটার, সূত্র, লদ্ধ একক কাকে বলে | মৌলিক একক কি/কী