ম্যালেরিয়া জ্বরের লক্ষণ | ম্যালেরিয়া জ্বরের কয়েকটি লক্ষণ | কি করে বুজব যে আমার ম্যালেরিয়া হয়েছে | ম্যালেরিয়া

Safwan Alam
0

ম্যালেরিয়া জ্বরের লক্ষণ | ম্যালেরিয়া জ্বরের কয়েকটি লক্ষণ | কি করে বুজব যে আমার ম্যালেরিয়া হয়েছে | ম্যালেরিয়া

 ম্যালেরিয়া জ্বরের লক্ষণ 


উত্তর : ম্যালেরিয়া জ্বরের লক্ষণ নিম্নরূপ ১. প্রাথমিক পর্যায়ে মাথাধরা , ক্ষুধামন্দা , বমি বমি ভাব , কোষ্ঠকাঠিন্য , অনিদ্রা ইত্যাদি লক্ষণ দেখা দেয় । ২. দ্বিতীয় পর্যায়ে রােগীর শীত অনুভূত হয় এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে । কয়েক ঘন্টা পর জ্বর কমে যায় । ৩. তৃতীয় পর্যায়ে রােগীর দেহে জীবাণুর সংখ্যা অসম্ভবভাবে বেড়ে যাওয়ার কারণে দ্রুত রক্তের লােহিত রক্তকণিকা ভাঙতে থাকে , ফলে রক্তশূন্যতা দেখা দেয়া , প্লীহা , যকৃত ও মস্তিষ্ক আক্রান্ত হয়ে রােগীর মৃত্যু হতে পারে । 


টাগ:ম্যালেরিয়া জ্বরের লক্ষণ,ম্যালেরিয়া জ্বরের কয়েকটি লক্ষণ,কি করে বুজব যে আমার ম্যালেরিয়া হয়েছে,ম্যালেরিয়া 


Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)