জাতীয় জীবনে সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুয়েরই মাত্রা বাড়িয়া গেলে বিনাশের কারণ ঘটে ভাব সম্প্রসারণ | জাতীয় জীবনে সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুয়েরই মাত্রা বাড়িয়া গেলে বিনাশের কারণ ঘটে | ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

জাতীয় জীবনে সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুয়েরই মাত্রা বাড়িয়া গেলে বিনাশের কারণ ঘটে ভাব  সম্প্রসারণ | জাতীয় জীবনে সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুয়েরই মাত্রা বাড়িয়া গেলে বিনাশের কারণ ঘটে | ভাবসম্প্রসারণ

জাতীয় জীবনে সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুয়েরই মাত্রা বাড়িয়া গেলে বিনাশের কারণ ঘটে 

ভাব - সম্প্রসারণ : আকাঙ্ক্ষা এবং সন্তোষ একে অপরের পরিপূরক । আকাঙ্ক্ষা বলতে চাহিদা বা অভাবকে বােঝায় । চাহিদা বা অভাব মিটে গেলে সন্তুষ্টি আসে । একটি আশঙ্কার নিবৃত্তি হলে আর একটি আকাক্ষার সৃষ্টি হয় । কিন্তু সন্তুষ্টি সবসময়ই আসবে এমন নিশ্চয়তা দেওয়া যায় না । সবকিছুরই পরিমিতিবােধ থাকা দরকার । কেননা সামর্থ্যের সাথে আকাঙ্ক্ষা নিবৃত্তির একটি সম্পর্ক আছে । আকাঙ্ক্ষা একাধিক থাকতে পারে , কিন্তু সামর্থ্য না থাকলে তা মেটানাে সম্ভব নয় । কাজেই সামর্থ্যের কথা ভেবেই আকাঙ্ক্ষা বৃদ্ধির প্রবণতা পরিহার করতে হবে । ব্যক্তি , সমাজ তথা জাতীয় জীবনে আকাঙ্ক্ষার শেষ নেই । এমন হতেই পারে । সময়ে আকাক্ষা নিবৃত্তির সুযােগ থাকে । কিন্তু একের পর এক আকাঙ্ক্ষার কথা উত্থাপিত হলে তা মেটানাে জাতির জন্য কঠিন । অবিবেচকের মতাে আকাঙ্ক্ষা বৃদ্ধি পেলে অস্থিরতা , অরাজকতা , বিশৃঙ্খলা সৃষ্টি হয় । কেননা একের পর এক আকাঙ্ক্ষা মেটানাের জন্য মানুষ ঘুষ , দুর্নীতি , অন্যায় ও অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে । এতে সমাজ তথা জাতীয় জীবনে বিপর্যয়ের সৃষ্টি হয় । উন্নয়ন কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয় । ফলে জাতীয় জীবনে জিডিপির মাত্রা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হতে পারে না । এর ক্ষতিকর প্রভাব পড়ে সর্বত্র । একইভাবে জাতীয় জীবনে সন্তোষ বেড়ে গেলে বিপর্যয় নেমে আসে । কেননা জাতি হিসেবে আমরা যতটা কর্মঠ ও সংগ্রামী , ততটাই অলস ও অকর্মণ্য । অসন্তোষ আমাদের মনে তৃপ্তি এনে দেয় । এ তৃপ্তি নতুন উদ্দীপনা সৃষ্টি করলে খুবই ভালাে । কিন্তু তা না হলে অধিক সন্তুষ্টি সমাজ তথা জাতীয় জীবনকে অলস , অকর্মণ্য ও পঙ্গু করে দিতে পারে যা সৃষ্টি করতে পারে ভয়ানক বিপর্যয় । এতে সমস্ত উন্নতি ও অগ্রগতি যেমন বিপন্ন হবে , তেমনি জাতি ক্রমশ পৌছবে ধ্বংসের দ্বারপ্রান্তে । সুতরাং আকাঙ্ক্ষা এবং সন্তোষের সমতাবিধান অত্যাবশ্যক । এ সমতা সম্পদ ও চাহিদার সঙ্গে , এ সমতা আর্থিক সামর্থ্য ও আকাক্ষার সঙ্গে । আমাদের সচেতন থাকতে হবে আকাঙ্কার পর্যায় যেন সামর্থ্যের সীমা অতিক্রম না করে । কারণ এর সঙ্গে জাতির উন্নতি ও অগ্রগতির বিষয়টা অগ্রগণ্য । আবার অধিক সন্তুষ্টি যেন জাতিকে উল্টো দিকে টেনে না নিয়ে যায় সেদিকেও লক্ষ রাখতে হবে । বরং তা যেন নতুন প্রাণশক্তি ও উদ্দীপনায় জাতিকে বেশি সেবা দিতে আগ্রহী করে তােলে । তা হলেই সমস্ত দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপের উর্ধ্বে উঠে এসে আমরা মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হব ।

টাগ: জাতীয় জীবনে সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুয়েরই মাত্রা বাড়িয়া গেলে বিনাশের কারণ ঘটে ভাব  সম্প্রসারণ, জাতীয় জীবনে সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুয়েরই মাত্রা বাড়িয়া গেলে বিনাশের কারণ ঘটে,   ভাবসম্প্রসারণ 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)