উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই ভাবসম্প্রসারণ | নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই ভাবসম্প্রসারণ | উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই ভাবসম্প্রসারণ | নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই ভাবসম্প্রসারণ | উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় ভাবসম্প্রসারণ


উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই  নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই ভাবসম্প্রসারণ | নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই ভাবসম্প্রসারণ | উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় ভাবসম্প্রসারণ


 উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই 

 ভাব - সম্প্রসারণ : সভ্যতা সৃষ্টির পেছনে জ্ঞানী - গুণী অনেক অবদান রেখে গেছেন । তাঁরা তাঁদের জীবনকে তুচ্ছ মনে করে মানবকল্যাণে জীবন উৎসর্গ করেছেন । পৃথিবী আজ তার পিয়াসী ও তৃষ্ণার্ত নয়নে অবলােকন করতে চায় নতুনকে । এ পথের যারা পথিকৃৎ তাঁরা মহামানব ও নবজাগরণের মন্ত্রদ্রষ্টা । কিন্তু পৃথিবীর এ নবজাগরণের সংগ্রাম খুবই কণ্টকাকীর্ণ । প্রতি পদে আছে পিছুটান ও জরাজীর্ণের সঙ্গে সুকঠিন সংগ্রাম আছে স্বজনহারার আর্ত হাহাকার । এমনকি স্বীয় প্রাণও সময় সময় এতে বিসর্জিত হয় । কিন্তু এ প্রাণ ইতিহাসের অভিধানে অমর , অক্ষয় । তবুও নবজাগরণের সৈনিকেরা দুর্জয় ও নির্ভয় ; নবজাগরণের স্মরণে তারা ভয় করে না মরণে । ইতিহাসের অ্যালবামে যদি আমরা চোখ বুলাই তবে দেখতে পাব যে , যখনই অন্ধকারের সাম্রাজ্য চারদিকে উন্মােচিত হয়েছে , তখনই জাগরণের ও মুক্তির প্রদীপ হাতে করে আবির্ভূত হয়েছেন যুগাবতার । তাঁরা জীবন বাজি রেখে অন্ধকারের অমানিশার টুটি চেপে ধরে অকল্যাণ ও অমঙ্গলকে দূর করে সভ্যতার কপালে এঁকে দিয়েছেন শান্তির পাদটীকা । এ সংগ্রামী কর্মে তাঁরা তিলে তিলে নিঃশেষ করে দিয়েছেন আপন প্রাণ , তবুও কখনাে পিছপা হননি । এঁরা এক - একজন অবতার । যারা অবতার , যে কোনাে উপলক্ষে তাঁদের নাম সংকীর্তন ও স্মরণ আমাদের মােহমায়ার আবরণ উন্মােচনে সাহায্য করে । নিদারুণ বন্ধনে ’ স্বার্থহীন তন্দ্রাচ্ছন্ন জীবশক্তিকে জাগরণের মুক্তিমন্ত্র শােনায় , প্রাত্যহিকতার মালিন্য আমাদের যে সত্য দৃষ্টিকে প্রতিনিয়ত অবরুদ্ধ করে রাখে , স্মরণ - মনন অনেক সময় তার উম্মীলনে বিশেষ সহায়ক হয় । তাই যখনই এ রঙিন পৃথিবী চিন্তা ও ভােগলালসায় আকণ্ঠ নিমজ্জিত হয় , তখনই উদয়ের পথে আবির্ভাব ঘটে এসব যুগ অবতারদের । তারা নিঃস্বার্থ ও প্রকৃত মানব প্রেমিক । নইলে তিলে তিলে মানবতার জয়গান গাইতে গিয়ে নিজেদেরকে নিঃশেষ করতে পারতেন না । মানবকল্যাণে জীবন উৎসর্গ করার মধ্যে কৃতিত্ব রয়েছে । জীবদ্দশায় যারা এমন কাজ করতে পারেন , তারা হয়ে থাকেন চিরস্বরণীয় । ইতিহাসের পাতায় সােনার হরফে তাঁদের নাম লেখা থাকে ।

টাগঃ উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই  নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই ভাবসম্প্রসারণ, নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই ভাবসম্প্রসারণ, উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় ভাবসসম্প্রসারণ  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com