বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু | বিদ্যার সাথে সম্পর্কহীন | বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ | বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের | ভাব সসম্প্রসারণ

Safwan Alam
0




বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু 

ভাব - সম্প্রসারণ : জীবনের জন্যই শিক্ষা । কিন্তু শিক্ষাকে অবশ্যই হতে হবে জীবনমুখী , তা না হলে সে শিক্ষা কোনাে সুফল বয়ে আনে না । কি ১৬. বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু । মহামূল্যবান সম্পদ । কেউই এ সম্পদ অর্থের বিনিময়ে কিনতে পারে না । বিদ্যা মানবজীবনের অন্ধকার দূর করে এবং জীবনকে উচ্চ আলােকিত , সমৃদ্ধ ও পুণ্যময় করে । মনের কালিমা , অন্তরের গ্লানি ও হৃদয়ের আবিলতা দূর করে বিদ্যা মানবজীবনকে করে মহীয়ান , উদ্দীপ্ত মধ্যে অধিগত । বিদ্যার বলেই মানুষ পৃথিবীর অফুরন্ত সম্পদের সন্ধান লাভ করেছে , করায়ত্ত করেছে । অতএব বিদ্যার সঙ্গে সম্পর্ক না থাড় । তীক্ষ্ণ । বিদ্যার সংস্পর্শে জীবন হয় মােহমুক্ত , সতেজ ও আনন্দময় । বিদ্যার মাধ্যমেই পৃথিবীর তাবৎ রহস্য , জ্ঞান - বিজ্ঞান আজ মানুষের মুঠে অশিক্ষিত ব্যক্তি দেশ ও দশের কল্যাণ করতে পারে না । শিক্ষার মাধ্যমেই মানবীয় গুণাবলি অর্জন সম্ভব । পৃগু চলাচলে অক্ষম । অন্যের সাহায্য ছাড়া সে চলতে পারে না । তাই তারা সমাজের জন্য বােঝাস্বরূপ । তাদের দিয়ে সমাজের কল্যাণকর কিছু আশা করা যায় না । তেমনি জীবনের || পারত না এ পৃথিবীর সম্পদ সৌন্দর্যের সন্ধান করতে কিংবা তাকে অধিকারে আনতে , যদি না তার বিদ্যা থাকত । বিদ্যার সাথে সম্পর্কহান মানুষকে অন্ধত্বসহায়ের মতােই প্রতিকূল পৃথিবীতে সশঙ্ক জীবন - যাপন করতে হতাে তাতে কোনাে সংশয় নেই । কেবল চক্ষু থাকলে কল্যাণমুখী । শিক্ষাহীন জীবন এবং জীবন - সম্পর্কহীন শিক্ষা কোনােটিই আমাদের কাম্য হওয়া উচিত নয় । আমাদের কাম্য হওয়া উচিত সুশিক্ষা এবং জীবনঘনিষ্ঠ শিক্ষা । 

টাগ: বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু,বিদ্যার সাথে সম্পর্কহীন, বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ,বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের, ভাব সসম্প্রসারণ 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)