সিঙ্গাপুর কাজের ভিসা | কিভাবে সিঙ্গাপুর কাজের ভিসা পাওয়া যায় । সিঙ্গাপুর কাজের ভিসা ২০২১ | - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

সিঙ্গাপুর কাজের ভিসা | কিভাবে সিঙ্গাপুর কাজের ভিসা পাওয়া যায় । সিঙ্গাপুর কাজের ভিসা ২০২১ |


    সিঙ্গাপুর কাজের ভিসা

    সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা আপনাদের মাঝে শেয়ার করব । সিঙ্গাপুর কাজের ভিসা | কিভাবে সিঙ্গাপুর কাজের ভিসা পাওয়া যায় । সিঙ্গাপুর কাজের ভিসা ২০২১ |


    কিভাবে সিঙ্গাপুরের কাজের ভিসা পাওয়া যায় 


    পেশাজীবি বা প্রফেশনালদের জন্য
    ১) এমপ্লয়মেন্ট পাস – যোগ্যতাসম্পন্ন বৈদেশিক প্রফেশনাল, ম্যানেজার এবং এক্সিউটিভ যাদের মাসিক বেতন নুন্যতম ৩৩০০ সিঙ্গাপুরী ডলার।
    ২) এন্ট্রি পাস – মুলত যারা সিঙ্গাপুরে নতুন ব্যবসা খুলতে যাচ্ছেন
    ৩) পারসোনালাইসড এমপ্লয়মেন্ট পাস - উচ্চ বেতনভুক্ত এমপ্লয়মেন্ট পাস ধারনকারী ও বৈদেশিক প্রফেশনাল

    দক্ষ ও আধাদক্ষ কর্মীদের জন্য
    ১) এস পাস – মধ্যম লেভেল এর দক্ষ কর্মী যাদের নুন্যতম বেতন ২২০০ সিঙ্গাপুরী ডলার এবং যারা এমওএম এর নীতিমালা অনুযায়ী যোগ্যাতাসম্পন্ন।
    ২)ওয়ার্ক পারমিট – আধাদক্ষ কর্মী যারা কন্সট্রাকশন, মেশিনারী, মেরিন বা সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করবে।
    ৩) গৃহকর্মীদের ওয়ার্ক পারমিট – সিঙ্গাপুরের বাসাবাড়ীতে কাজের জন্য এ পারমিট দেওয়া হয়।
    ৪) এছাড়া বিদেশী শিল্পীদের বার, হোটেল বা নাইটক্লাবে কাজের জন্য পারমিটের ব্যবস্থা আছে।

    বিদেশী ছাত্রছাত্রী ও প্রশিক্ষনার্থীদের জন্য
    বিদেশী ছাত্রছাত্রী ও প্রশিক্ষনার্থীদের জন্য ৩ রকমের পাস আছে।
     

    সিঙ্গাপুর কাজের ভিসা ২০২১

    পরিবারের সদস্যদের জন্য পাস
    ১) এমপ্লয়মেন্ট পাস ও এস পাস ধারীদের পরিবারের সদস্যদের (বউ / স্বামী ও ছেলেমেয়ে) জন্য শর্ত পুরন সাপেক্ষ্যে ডিপেন্ডন্ট পাস দেওয়া হয়।
    ২) স্থায়ী বাসিন্দা, এমপ্লয়মেন্ট পাস ও এস পাস ধারীদের পরিবারের সদস্যদের (পিতামাতা / প্রতিবন্ধী ছেলেমেয়ে) জন্য শর্ত পুরন সাপেক্ষ্যে দীর্ঘমেয়াদের ভ্রমন পাস / লং টার্ম ভিসিট পাস দেওয়া হয়।

    অন্যান্য পাস / ভিসাঃ
    স্বল্প সময়ের নিয়োগপ্রাপ্ত (সর্বোচ্চ ৬০ দিন) বিদেশী নাগরিকদের জন্য রয়েছে মিসেলেনিয়াস ওয়ার্ক ভিসা।
    এর বাইরে সিঙ্গাপুরে কাজের জন্য কোন ভিসার তথ্য নেই। বিস্তারিত জানার জন্য সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করা যেতে পারে।


    Tag:সিঙ্গাপুর কাজের ভিসা | কিভাবে সিঙ্গাপুর কাজের ভিসা পাওয়া যায় । সিঙ্গাপুর কাজের ভিসা ২০২১ |

    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url

     আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com