হ্রাসমূলক বিভাজন বলতে কী বুঝ | ক্রসিংওভার কীভাবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করে | মাইটোসিস ও মায়ােসিস কোথায় ঘটে

 
হ্রাসমূলক বিভাজন বলতে কী বুঝ | ক্রসিংওভার কীভাবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করে | মাইটোসিস  ও মায়ােসিস কোথায় ঘটে

হ্রাসমূলক বিভাজন বলতে কী বুঝ 


 উত্তর : মিয়ােসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বা বিয়ােজন বিভাজন বলা হয় । কারন এ বিভাজনের দ্বারা সৃষ্ট অপত্য কোষে ক্রোমােসােম সংখ্যা মাতৃকোষের ক্রোমােসােম সংখ্যার অর্ধেক হয় । আর এ অর্ধেক হওয়ার পেছনে কারণ হচ্ছে মাতৃকোষের নিউক্লিয়াসের বিভাজন ঘটে দুবার কিন্তু ক্রোমােসােমের বিভাজন ঘটে একবার । 

 ক্রসিংওভার কীভাবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করে

  উত্তর : ক্রসিংওভারে একজোড়া সমসংস্থ ক্রোমােসােমের দুটি নন - সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময় ঘটে । আর ক্রোমাটিডের অংশের বিনিময়ের অর্থই হলাে জিনের বিনিময় । এর ফলে নতুন ক্ৰমের সৃষ্টি হয় । এ জেনেটিক ভ্যারিয়েশনের ফলে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় ।

মাইটোসিস  ও মায়ােসিস কোথায় ঘটে 

 উত্তর : মাইটোসিস ঘটে উন্নত নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে । উদ্ভিদের বর্ধনশীল অংশ এ প্রক্রিয়ায় বিভাজিত হয় । প্রাণীর স্নায়ুকোষ ব্যতীত সকল দেহকোষও এ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে থাকে । অপরদিকে মায়ােসিস ঘটে নিম্নশ্রেণির জীবের জাইগােটে এবং উচ্চ ট শ্রেণির জীবের জনন মাতৃকোষে ।

টাগ:হ্রাসমূলক বিভাজন বলতে কী বুঝ, ক্রসিংওভার কীভাবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করে,| মাইটোসিস  ও মায়ােসিস কোথায় ঘটে