ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাদ যেন ঝলসানাে রুটি ভাবসম্প্রসারণ | ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় ভাবসম্প্রসারণ | ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানাে রুটি। - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাদ যেন ঝলসানাে রুটি ভাবসম্প্রসারণ | ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় ভাবসম্প্রসারণ | ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানাে রুটি।

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়  পূর্ণিমার চাদ যেন ঝলসানাে রুটি ভাবসম্প্রসারণ | ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় ভাবসম্প্রসারণ | ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়  পূর্ণিমার চাঁদ যেন ঝলসানাে রুটি।

 ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় 

পূর্ণিমার চাঁদ যেন ঝলসানাে রুটি 

 ভাব - সম্প্রসারণ : ক্ষুধার্ত ব্যক্তির কাছে পৃথিবীর সবকিছু তুচ্ছ । সৌন্দর্য , ভালােবাসা , অনুভূতি কোনাে কিছুর মূল্য নেই তার কাছে । খাদ্য ছাড়া কোনাে মানুষ বাঁচতে পারে না । প্রত্যেক মানুষের জন্য খাদ্য মৌলিক প্রয়ােজন । মানুষ জীবিকা নির্বাহের জন্য দিনরাত কাজ করে । যদি কেউ তার ক্ষুধা নিবৃত্ত করতে ব্যর্থ হয় , তাহলে যেকোনাে নিচু কাজ করতে বাধ্য হবে । যে ব্যক্তি ক্ষুধার্ত থাকে তার কাছে নৈতিক উপদেশ , দর্শনের কোনাে মূল্য নেই । এটা স্বাভাবিক যে , ক্ষুধার্ত মানুষ সবসময়ই রাগী এবং সামান্য কারণেই বিদ্রোহ করতে পারে । ভালােবাসা , সহানুভূতি অথবা তােষামােদি কোনাে কিছুই তাকে বশ করতে পারে না । কোনাে উপদেশ অথবা যুক্তিবাক্য তাকে শান্ত করতে পারে না । সে সব ধরনের প্রতিষ্ঠা খারাপ বা ভালাে অথবা রাজনৈতিক বা সামাজিক যাই হােক না কেন তার বিরােধী । সে আমাদের সমাজব্যবস্থা ধ্বংস করতে পারে । ইংরেজিতে একটি প্রবাদ আছে , " A hungry man is an angry man . " যে মানুষ ক্ষুধাতুর তার মনে প্রাকৃতিক সৌন্দর্য কোনাে অনুভূতি সৃষ্টি করতে পারে না । পেটে ক্ষুধা থাকলে বাইরের জগতের সৌন্দর্য তার কাছে অর্থহীন ও উপহাসব্যঞ্জক । যার অভাব নেই , অন্নচিন্তা নেই , ঐশ্বর্য আর সচ্ছলতায় যার জীবন নির্বিঘ্ন , তার কাছে আকাশের চাঁদ , ফুল , পাখি , নদী । নানা কল্পিতরূপে ফুটে ওঠে । সুখী মানুষের কাছে পৃথিবী তাই কাব্যময় । অন্যদিকে রূঢ় বাস্তবের আঘাতে যাদের জীবন বিপন্ন , দুমুঠো অন্ন সংস্থানের জন্য যাদের জীবন বিপর্যস্ত , তাদের কাছে পৃথিবী অত্যন্ত কর্কশ ও কঠিন । তাই আকাশের চাঁদ দেখে তাদের কখনাে মনে পড়ে না প্রিয়ার মুখচ্ছবি , অত্যন্ত স্বাভাবিকভাবেই জঠরের জ্বালায় তখন তাদের মনে পড়ে চাদের মতাে গােল একখানা রুটি । কেননা রুটি ক্ষুধা নিবৃত্তি করে । তাই তার রুটির ভাবনায় পদ্য রচনার মতাে স্পৃহা থাকে না । ক্ষুধা লাগলে মানুষ আত্মমর্যাদা ভুলে যায় । নির্দ্বিধায় একজনের কাছ থেকে ছিনতাই করে কিছু আহারের ব্যবস্থা করে । তাই বলা যায় , ' Hunger is the best sauce . ' ক্ষুধার্ত ব্যক্তি যেদিকেই তাকাবে , তার কেবল খাদ্যের কথাই মনে পড়বে । তার কাছে সবকিছুই মূল্যহীন , কেবল খাদ্য ব্যতীত । জীবনে ক্ষুধাকে যে জয় করতে পারবে তার জীবনই হয়ে উঠবে সুন্দর এবং বাস্তবতায় পরিপূর্ণ 

টাগ: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়  পূর্ণিমার চাদ যেন ঝলসানাে রুটি ভাবসম্প্রসারণ, ক্ষুধার  রাজ্যে পৃথিবী গদ্যময় ভাবসম্প্রসারণ, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়  পূর্ণিমার চাঁদ যেন ঝলসানাে রুটি। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com