আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় ভাবসম্প্রসারণ | আপনাকে বড় বলে বড় সেই নয় ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় ভাবসম্প্রসারণ | আপনাকে বড় বলে বড় সেই নয় ভাবসম্প্রসারণ

 
আপনাকে বড় বলে বড় সেই নয়   লোকে যারে বড় বলে বড় সেই হয় ভাবসম্প্রসারণ | আপনাকে বড় বলে বড় সেই নয় ভাবসম্প্রসারণ

আপনাকে বড় বলে বড় সেই নয় 
লোকে যারে বড় বলে বড় সেই হয় 

 ভাব - সম্প্রসারণ : যেসব ব্যক্তি নিজেদের গুণকীর্তন করে তারা কখনাে বড় বা মহান হতে পারে না । যারা প্রকৃত বড় বা মহান তারা কখনাে নিজেদের গৌর জীবনের প্রকৃত মর্যাদা নিহিত । নিজেকে যে বড় মনে করে সে অহংকারী । আর অহংকার মানব চরিত্রের একটি বড় দোষ । আমরা জানি অহংকার পতনের মূল । অপরদিকে বিনয়ী ও নম্র ব্যবহারের লােক সবার কাছে প্রশংসা পায় তার গুণের জন্য । মানুষকে তার অহংকার ভুলে যেতে হবে এবং এমন গুণের পরিচয় দিতে হবে যার ফলে সে সবার কাছ থেকে সমাদর লাভ করতে পারে । অপর লােকের কাছে নিজেকে আপন করে তুলতে হবে । যাদের মনে কোন অহংকার নেই তাদের প্রতি লােকের মনােভাব ভালাে থাকে । পরের কাছে নিজের গুণাবলি তুলে ধরতে পারলে সুনাম বৃদ্ধি পায় । লােকের উপকারে আসতে পারলে সবাই প্রশংসা করে । সবার অন্তরে তখন তার স্থান লাভ সম্ভব হয় । এভাবে অপরের কাছে নিজের গৌরব স্বীকৃতি পায় । মুখে মুখে ঢাকঢোল পিটিয়ে কেউ কোনােদিন বড় হতে পারে না । বড় হতে হলে কতকগুলাে সদগুণের অধিকারী হওয়া দরকার । এ যারা বড় বলে খ্যাত হয়েছেন , তাঁদের মধ্যে সৎ ও মহৎ গুণের সমাবেশ ছিল । তারা নিজেরা তাদের বড় বলে প্রকাশ করেননি ; মানুষই তাকে মাথায় সম্মানের মুকুট পরিয়ে দিয়েছে । সমাজে বড় হতে হলে মানুষের মন জয় করতে হয় । প্রথমে , হৃদয় - মন দিয়ে মানুষকে ভালােবাসতে হয় অপরের দুঃখ দেখলে এগিয়ে আসতে হয় । তাহলে মানুষ তাকে সম্মানের আসনে বসায় এবং প্রকৃতই তিনি বড় বলে গণ্য হন । এ পৃথিবীতে শ্রেণির লােক আছে যারা সবসময়ই আত্মপ্রচারে সচেষ্ট । বড় হওয়ার আকাঙ্ক্ষা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি । এ প্রবৃত্তি সমাজের সবার মধ্যে প্রবল হলে তা সমাজের পক্ষে মঙ্গল । অহংকার নেই , নিজের গৌরববােধ নেই , পরের উপকার করাই যার জীবনের উদ্দেশ্য এমন মানুষই সমাজে সবার কাছে সমাদর লাভ করে ; বড় মানুষ বলে গৃহীত হয়।

টাগঃ আপনাকে বড় বলে বড় সেই নয়   লোকে যারে বড় বলে বড় সেই হয় ভাবসম্প্রসারণ,আপনাকে বড় বলে বড় সেই নয় ভাবসম্প্রসারণ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com