আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় ভাবসম্প্রসারণ | আপনাকে বড় বলে বড় সেই নয় ভাবসম্প্রসারণ

 
আপনাকে বড় বলে বড় সেই নয়   লোকে যারে বড় বলে বড় সেই হয় ভাবসম্প্রসারণ | আপনাকে বড় বলে বড় সেই নয় ভাবসম্প্রসারণ

আপনাকে বড় বলে বড় সেই নয় 
লোকে যারে বড় বলে বড় সেই হয় 

 ভাব - সম্প্রসারণ : যেসব ব্যক্তি নিজেদের গুণকীর্তন করে তারা কখনাে বড় বা মহান হতে পারে না । যারা প্রকৃত বড় বা মহান তারা কখনাে নিজেদের গৌর জীবনের প্রকৃত মর্যাদা নিহিত । নিজেকে যে বড় মনে করে সে অহংকারী । আর অহংকার মানব চরিত্রের একটি বড় দোষ । আমরা জানি অহংকার পতনের মূল । অপরদিকে বিনয়ী ও নম্র ব্যবহারের লােক সবার কাছে প্রশংসা পায় তার গুণের জন্য । মানুষকে তার অহংকার ভুলে যেতে হবে এবং এমন গুণের পরিচয় দিতে হবে যার ফলে সে সবার কাছ থেকে সমাদর লাভ করতে পারে । অপর লােকের কাছে নিজেকে আপন করে তুলতে হবে । যাদের মনে কোন অহংকার নেই তাদের প্রতি লােকের মনােভাব ভালাে থাকে । পরের কাছে নিজের গুণাবলি তুলে ধরতে পারলে সুনাম বৃদ্ধি পায় । লােকের উপকারে আসতে পারলে সবাই প্রশংসা করে । সবার অন্তরে তখন তার স্থান লাভ সম্ভব হয় । এভাবে অপরের কাছে নিজের গৌরব স্বীকৃতি পায় । মুখে মুখে ঢাকঢোল পিটিয়ে কেউ কোনােদিন বড় হতে পারে না । বড় হতে হলে কতকগুলাে সদগুণের অধিকারী হওয়া দরকার । এ যারা বড় বলে খ্যাত হয়েছেন , তাঁদের মধ্যে সৎ ও মহৎ গুণের সমাবেশ ছিল । তারা নিজেরা তাদের বড় বলে প্রকাশ করেননি ; মানুষই তাকে মাথায় সম্মানের মুকুট পরিয়ে দিয়েছে । সমাজে বড় হতে হলে মানুষের মন জয় করতে হয় । প্রথমে , হৃদয় - মন দিয়ে মানুষকে ভালােবাসতে হয় অপরের দুঃখ দেখলে এগিয়ে আসতে হয় । তাহলে মানুষ তাকে সম্মানের আসনে বসায় এবং প্রকৃতই তিনি বড় বলে গণ্য হন । এ পৃথিবীতে শ্রেণির লােক আছে যারা সবসময়ই আত্মপ্রচারে সচেষ্ট । বড় হওয়ার আকাঙ্ক্ষা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি । এ প্রবৃত্তি সমাজের সবার মধ্যে প্রবল হলে তা সমাজের পক্ষে মঙ্গল । অহংকার নেই , নিজের গৌরববােধ নেই , পরের উপকার করাই যার জীবনের উদ্দেশ্য এমন মানুষই সমাজে সবার কাছে সমাদর লাভ করে ; বড় মানুষ বলে গৃহীত হয়।

টাগঃ আপনাকে বড় বলে বড় সেই নয়   লোকে যারে বড় বলে বড় সেই হয় ভাবসম্প্রসারণ,আপনাকে বড় বলে বড় সেই নয় ভাবসম্প্রসারণ