যত বড় হােক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আকা ভাবসম্প্রসারণ | যত বড় হােক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আকা ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

 
যত বড় হােক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আকা ভাবসম্প্রসারণ | যত বড় হােক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আকা ভাবসম্প্রসারণ

যত বড় হােক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আকা 
আমি ভালবাসি মাের ধরণীর প্রজাপতিটির পাখা

ভাব - সম্প্রসারণ : ইন্দ্রধনু রূপসৌন্দর্যে খুবই মনােমুগ্ধকর এবং বিশালতায়ও শ্রেষ্ঠতর । ছুি সে আমাদের নাগালের বাইরে এবং ক্ষণস্থায়ী । আর আমার নিত্যদিনের যে সঙ্গী প্রতিনিয়ত রঙিন পাখা মেলে আমার সাথে বন্ধুত্ব করে আমি তাকেই সবচেয়ে বেশি ভালােবাসি । ইন্দ্রধনুর অবস্থান আকাশে । এটি অত্যন্ত সুন্দর একটি বস্তু । নীল আকাশে আঁকা থাকে ইন্দ্রধনু । সাতটি রঙের অপরূপ সমারােহ এর সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে । সুদূর আকাশের কোল ঘেঁষে এর অস্তিত্ব ঘােষিত হয় সগৌরবে । সাদা , লাল , নীল , বেগুনি , হলুদ , কালাে এবং আসমানি- এ সাতটি রঙের তুলিতে আঁকা রংধনু যেন কোনাে প্রখ্যাত শিল্পীর আঁকা কারুকার্য / ছবি । পক্ষান্তরে এ পৃথিবীর বুকে চরে বেড়ায় রঙিন প্রজাপতি । এ প্রজাপতিটি সৌন্দর্যে কোনাে অংশেই রংধনুর চেয়ে কম নয় । তাই কবি বলেছেন , আমার সুদূর আকাশের ইন্দ্রধনুর প্রতি কোনাে মােহ নাই । আমার ধরণির প্রজাপতিকে নিয়ে আমি গর্বিত । তেমনি আমাদের সমাজে অনেক লােক আছে যারা অপরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজের আত্মসম্মানবোেধ ভুলে যায় । ন্তুি নিজের মধ্যে যে মূল্যবান কিছু একটা আছে তার দিকে তারা নজর দেয় না , যা মােটেই উচিত নয় । তাই পরের জিনিসের প্রতি মােহ দেখিয়ে নিজের জিনিসকে তুচ্ছজ্ঞান করা মােটেই উচিত নয় । যা হাতের নাগালে নয় তা চিরকালই বেশি সুন্দর , বেশি মনােহর , বেশি প্রয়ােজনীয় মনে হয় । আসলে প্রয়ােজনে যে কাছে থাকে , যাতে নিজের কাজ হয় , তাতেই সন্তুষ্ট থাকা উচিত । তাহলেই প্রকৃত আনন্দ পাওয়া যায় ।

টাগ:যত বড় হােক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আকা ভাবসম্প্রসারণ,যত বড় হােক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আকা ভাবসম্প্রসারণ 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)