সেন্ট্রোস্ফিয়ার, আদিকোষ, নিউক্লিক এসিড, প্লাজমােলাইসিস, প্লাজমােডেসমাটা কি/কী | নিউক্লিওটাইড কাকে বলে

Safwan Alam
0

 
সেন্ট্রোস্ফিয়ার, আদিকোষ, নিউক্লিক  এসিড, প্লাজমােলাইসিস, প্লাজমােডেসমাটা কি/কী | নিউক্লিওটাইড কাকে বলে

সেন্ট্রোস্ফিয়ার কি/কী

 উত্তর : সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলে । 

আদিকোষ কি/কী

 উত্তর : যে কোষে নিউক্লিয়ার আবরণী পরিবেষ্টিত সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না তাকে আদিকোষ বলে । 

নিউক্লিক  এসিড কী/কি

উত্তর : নিউক্লিক এসিড হলাে নাইট্রোজেনঘটিত ক্ষারক , পেন্টোজ সুগার এবং ফসফোরিক এসিডের সমন্বয়ে গঠিত এসিড যা জীবের বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে

নিউক্লিওটাইড কাকে বলে 

 উত্তর : এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে গঠিত যৌগকে নিউক্লিওটাইড বলে । 

 প্লাজমােলাইসিস কি/কী

 উত্তর : বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় কোষ হতে পানি নির্গমনের ফলে কোষপ্রাচীর ছেড়ে কোষ কেন্দ্রের দিকে প্রােটোপ্লাজমের সংকোচনই হলাে প্লাজমােলাইসিস । প্রশ্ন ১১।

প্লাজমােডেসমাটা কি/কী 

উত্তর : পাশাপাশি কোষগুলাে কোষ প্রাচীরের সূক্ষ ছিদ্রের ভেতর দিয়ে । প্রােটোপ্লাজমের সূত্রবৎ অংশের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত থাকে ।। প্রােটোপ্লাজমের সূত্রবৎ এ অংশগুলােই হলাে প্লাজমােডেসমাটা ।

টাগঃ সেন্ট্রোস্ফিয়ার, আদিকোষ, নিউক্লিক  এসিড, প্লাজমােলাইসিস, প্লাজমােডেসমাটা কি/কী,নিউক্লিওটাইড কাকে বলে 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)