বায়োইনফরমেটিক্স এ ব্যবহৃত সফটওয়্যার গুলো কী কী | জেনেটিক ইঞ্জিনিয়ারিং/ ন্যানো টেকনোলজি কি/কী | ন্যানো প্রযুক্তির জনক কে | ন্যানোমিটার কাকে বলে

Safwan Alam
0

বায়োইনফরমেটিক্স এ ব্যবহৃত সফটওয়্যার গুলো কী কী | জেনেটিক ইঞ্জিনিয়ারিং/ন্যানো টেকনোলজি কি/কী |  ন্যানো প্রযুক্তির জনক কে | ন্যানোমিটার  কাকে বলে

Hsc Ict এর গুরুত্বপূর্ণ  সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১ম অধ্যায় (বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে) 


বায়োইনফরমেটিক্স এ সফটওয়্যার গুলো কী কী


উত্তরঃ বায়োইনফরমেটিক্সের জন্য সাধারন ব্যবহৃত সফটওয়্যার হলো- Java C, C++, Python, SQL, C#, XML, Perl, CUDA, MATLAB, Spreadsheet applications (MS- Excel)


জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি


উত্তরঃ জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো জেনেটিক পরিবর্তন, যা বায়োটেকনোলজির মাধ্যমে জীবদেহে পরির্বতন ঘটিয়ে থাকে।


ন্যানো টেকনোলজি কি/কী


উত্তরঃ ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুত্তিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। ন্যানো টেকনোলজি পদার্থকে আনবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রন করার বিদ্যা।


ন্যানো প্রযুক্তির জনক কে


উত্তরঃ রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযু্ক্তির জনক বলা হয়।


ন্যানোমিটার  কাকে বলে


উত্তরঃ এক মিটার এর ১,০০০,০০০,০০০ (১০০ কোটি) ভাগের ন্যানোমিটার বলা হয়।


টাগঃ বায়োইনফরমেটিক্স এ ব্যবহৃত সফটওয়্যার গুলো কী কী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং/ন্যানো টেকনোলজি কি/কী,  ন্যানো প্রযুক্তির জনক কে, ন্যানোমিটার  কাকে বলে 


Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)