হরমােগােনিয়া কী/কি/কাকে বলে | লাইকেনকে মিথােজীবী বলা হয় কেন | ক্রোমাটিড বলতে কী বুঝ/ক্রোমাটিড কি

 
হরমােগােনিয়া কী/কি/কাকে বলে | লাইকেনকে মিথােজীবী বলা হয় কেন | ক্রোমাটিড বলতে কী বুঝ/ক্রোমাটিড কি

হরমােগােনিয়া কী/ কি/কাকে বলে

উত্তর : ক কিছু নীলাভ সবুজ শৈবালের ট্রাইকোম বিশেষ চাকতি সৃষ্টির মাধ্যমে খণ্ডিত হয় , এ খণ্ডিত ট্রাইকোমই হলাে হরমােগােনিয়া । 


লাইকেনকে মিথােজীবী বলা হয় কেন


উত্তর: যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থান করে । পরস্পর পরস্পরকে উপকার করে জীব দুটির এসব সহাবস্থানকে । মিথােজীবিতা বলে এবং জীব দুটিকে মিথােজীবী বলে । যেমন শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত পৃথক এক জাতীয় উদ্ভিদ সৃষ্টি হয়েছে যার নাম লাইকেন । এক্ষেত্রে শৈবাল খাদ্য তৈরি করে । ছত্রাককে দেয় অপরদিকে শৈবাল ছত্রাক থেকে পুষ্টি গ্রহণ করে । পরস্পর পরস্পরকে উপকার করে । এদের মধ্যে মিথােজীবিতা  পরিলক্ষিত হয় ।

ক্রোমাটিড বলতে কী বুঝ/ক্রোমাটিড কি


মাইটোসিস কোষ বিভাজনের প্রােফেজ পর্যায়ে ক্রোমােসোেম প্রথম দৃষ্টিগােচর হয় এবং মেটাফেজ পর্যায়ে ক্রোমােসােমকে লম্বালম্বিভাবে দুটি অংশে বিভক্ত হতে দেখা যায় , যার প্রতিটিকে ক্রোমাটিড বলে । প্রতিটি ক্রোমােসােমে সমান ও সমান্তরাল এক জোড়া ক্রোমাটিত থাকে । এরা সাধারণত সিস্টার ক্রোমাটিড নামে পরিচিত । আধুনিক ধারণা অনুযায়ী ক্রোমাটিড একটি একক DNA অণু দ্বারা গঠিত ।


টাগ: হরমােগােনিয়া কী/কি/কাকে বলে,লাইকেনকে মিথােজীবী বলা হয় কেন, ক্রোমাটিড বলতে কী বুঝ/ক্রোমাটিড কি