স্পর্শীয় ত্বরণ, পীচ, গড়, অভিকর্ষ কেন্দ্র কাকে বলে | কেন্দ্রমুখী ত্বরণ, এক মোল কি/কী

স্পর্শীয় ত্বরণ, পীচ, গড়, অভিকর্ষ কেন্দ্র কাকে বলে |  কেন্দ্রমুখী ত্বরণ, এক মোল কি/কী
Physics Chapter 3 এর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর 

স্পর্শীয় ত্বরণ কাকে বলে

উত্তরঃ অসম বৃত্তাকার গতির ক্ষেত্রে কেন্দ্রমুখী ত্বরণের সাথে যে ত্বরণ থাকে তাকে স্পর্শীয় ত্বরণ বলে।

কেন্দ্রমুখী ত্বরণ কি/কী

উত্তরঃ সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বৃত্তাকার পথে চলমান কোন বস্তুর সময়ের সাথে বৃত্তের ব্যসার্ধ বরাবর এবং বৃত্তের কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে কেন্দ্রমুখী ত্বরণ বলে।

এক মোল কি/কী

কোন পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে ঐ পদার্থের এক মোল বলা হয়।

পীচ কাকে বলে

উত্তরঃ স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যেটুকু দূরত্ব অতিক্রম করে তাকে পীচ বলে।

গড় কাকে বলে

উত্তরঃ যেকোন সময় ব্যবধানে বস্তুর গড়ে প্রতি একক সময়ে যে সরণ হয় তাকে বস্তুটির গড় বেগ বলে ক্ষমতা কাকে বলে

উত্তরঃ কাজ সম্পাদনকারী কোন ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হারকে ক্ষমতা বলে।

অভিকর্ষ কেন্দ্র কাকে বলে

একটি বস্তুকে যেভাবে রাখা হোক না কেনো বস্তুর ভেতরে অবস্থিত যে বিন্দুর মধ্যদিয়ে মোট ওজন ক্রিয়া করে সেই বিন্দুকে বস্তুর অভিকর্ষ কেন্দ্র বলে।

টাগঃস্পর্শীয় ত্বরণ, পীচ, গড়, অভিকর্ষ কেন্দ্র কাকে বলে, কেন্দ্রমুখী ত্বরণ, এক মোল কি/কী